Monday, May 6, 2024
spot_img
Homeরাজ্যভোটকর্মীর দায়িত্ব পালনে বাধা নেই চাকরিহারাদের, জানাল কমিশন

ভোটকর্মীর দায়িত্ব পালনে বাধা নেই চাকরিহারাদের, জানাল কমিশন

এসএসসি নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরিচ্যূত হয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক।চাকরিচ্যূতদের অনেকেই ভোটকর্মীর দায়িত্ব পেয়েছিলেন। আদালতের নির্দেশের পর কি তাদের দায়িত্ব পালন করতে হবে, সেই নিয়েও তৈরি হয়েছিল সংশয়। সেই বিভ্রান্তির অবসান ঘটাল জাতীয় নির্বাচন কমিশন।কমিশনের তরফে জানানো হয়েছে,

ভোটকর্মীর দায়িত্ব পালনে বাধা নেই চাকরিহারাদের, জানাল কমিশন

আদালতের নির্দেশ সম্পর্কে তারা অবহিত। তবে এই শিক্ষকদের বহিষ্কারের দায়িত্ব এসএসসির। ফলে এসএসসি যতদিন না তাদের বহিষ্কারের নির্দেশ দিচ্ছে ততদিন খাতায় কলমে তারা চাকরি করছেন। ফলে তাদের ভোটকর্মীর দায়িত্ব পালনে বাধা নেই। আর এব্যাপারে কমিশন আগ বাড়িয়ে কোনও পদক্ষেপ করতেও চায় না।

ভোটকর্মীর দায়িত্ব পালনে বাধা নেই চাকরিহারাদের, জানাল কমিশন

কমিশনের তরফে জানানো হয়েছে, আদালতের নির্দেশের পর চাকরিচ্যূতরা যে চরম অনিশ্চয়তায় ভুগছেন তা তারা বুঝতে পারছে। কিন্তু শেষ বেলায় ভোটকর্মী পরিবর্তন কোনও অবস্থাতেই সম্ভব নয়। বরং অনেকের ডবল ডিউটি পড়তে পারে।

Most Popular