Saturday, May 18, 2024
spot_img
Homeজেলাপঞ্চায়েত সদস্যের উদ্যোগে পানীয় জল ১৫০০ পরিবারকে

পঞ্চায়েত সদস্যের উদ্যোগে পানীয় জল ১৫০০ পরিবারকে

বিশ্ব সমাচার, ক্যানিং: ক্যানিংয়ের মাতলা ২ পঞ্চায়েতের মিঠাখালি উত্তর পূর্বপাড়ায় প্রায় ১৫০০ পরিবারের বসবাস। গ্রামের প্রায় প্রতিটি পরিবারের লোকজন পানীয় জলের সমস্যায় দিশেহারা।অনেকেরই বাড়িতে পানীয় জলের টিউবওয়েল থাকলেও প্রচণড গরমে জলস্তর কমে যাওয়ায় জল উঠছে না।

পঞ্চায়েত সদস্যের উদ্যোগে পানীয় জল ১৫০০ পরিবারকে

এই অবস্থায় গ্রামের পরিবারগুলিকে জল কিনে কিংবা অনেক দূর থেকে পানীয় জল নিয়ে আসতে হয়। গ্রামবাসীদের দাবি, এমন সমস্যা দীর্ঘদিনের। বিশেষ করে প্রচণ্ড গরমে এমন সমস্যা আরও প্রকট হয়ে দেখা দেয়। পানীয় জলের এমন সমস্যার কথা জানতে পারেন মাতলা ২ পঞ্চায়েতের সদস্য বিপ্লব ঘোষ।

পঞ্চায়েত সদস্যের উদ্যোগে পানীয় জল ১৫০০ পরিবারকে

গ্রামের মানুষকে পানীয় জলের কষ্ট থেকে পরিত্রাণ দিতে উদ্যোগ গ্রহণ করেন। ২৪ ঘণ্টার মধ্যে পাইপের মাধ্যমে প্রতি বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করেন তিনি। পঞ্চায়েত সদস্যের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের মানুষজন। তাঁদের দাবি, দীর্ঘদিন জলকষ্টে ভুগছিলাম।

পঞ্চায়েত সদস্যের উদ্যোগে পানীয় জল ১৫০০ পরিবারকে

পঞ্চায়েত সদস্য বিপ্লব ঘোষ ঘটনার কথা জানতে পেরে ২৪ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করে দেওয়া আমরা খুশি।পঞ্চায়েত সদস্য বিপ্লব ঘোষ জানিয়েছেন, প্রচণ্ড দাবদাহ চলছে। জলই জীবন। সাধারণ মানুষ জলকষ্টে অতিষ্ঠ জানতে পেরে সমস্যা সমাধানের চেষ্টা করি।

পঞ্চায়েত সদস্যের উদ্যোগে পানীয় জল ১৫০০ পরিবারকে

ক্যানিং পশ্চিমের মানবিক বিধায়ক ও মাতলা ২ পঞ্চায়েত প্রধানের সৌজন্যে মিঠাখালি উত্তর পূর্বপাড়ার ১৫০০ পরিবারকে শনিবার পানীয় জল পৌঁছে দিতে পারায় খুশি।

Most Popular

error: Content is protected !!