Sunday, May 19, 2024
spot_img
Homeজেলাআন্তর্জাতিক অটিজম দিবস পালিত বারুইপুরে

আন্তর্জাতিক অটিজম দিবস পালিত বারুইপুরে

বিশ্ব সমাচার, বারুইপুর: আন্তর্জাতিক অটিজম দিবস পালিত হল বারুইপুরে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত কল্যাণপুরে দিশা প্রতিবন্ধী স্কুলের পরিচালনায় সোমবার এই দিবস পালিত হল। এই উপলক্ষে একটি শোভাযাত্রা বার করা হয়। সেটি দিশা প্রতিবন্ধী স্কুল থেকে মলয় চণ্ডীপুর হয়ে কল্যাণপুরের বিভিন্ন জায়গা অতিক্রম করে আবার দিশা প্রতিবন্ধী স্কুলে আসে। এই মিছিলে অংশ নেন বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষ, স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকারা এবং বিশিষ্ট মানুষ ও সাধারণ মানুষ।

আন্তর্জাতিক অটিজম দিবস পালিত বারুইপুরে

পদযাত্রায় প্রায় ১৫০ জনের মতো মানুষ অংশগ্রহণ করে। দিশা প্রতিবন্ধী স্কুলের প্রিন্সিপাল মধুসূদন মণ্ডল জানান, অটিজম মানুষের কোনও রোগ নয়। কোনও শিশু জন্মবার সময় যদি অক্সিজেনের চাহিদা কম হয়, তাহলে কিছুটা সমস্যা দেখা দেয়। শুধু জন্মানোর সময়েই নয়, বেশ কিছুদিন পরও কোনও কোনও শিশুকে অন্যমনস্ক অবস্থায় দেখা যায়।

আন্তর্জাতিক অটিজম দিবস পালিত বারুইপুরে

বা রাস্তা দিয়ে মা বা অভিভাবক কোথাও নিয়ে গেলে সেই রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে বা কোনও একজন মানুষকে যদি তারা অনেকক্ষণ ধরে দেখে, সে অটিজমের শিকার বলে ধরে নিতে হয়। তবে মানুষের ভয় পাওয়ারর কিছু নেই। ঠিকমতো সেবা সুশ্রূষা, চিকিৎসা করলে শিশুটি ভালো হয়ে যেতে পারে।
এদিন দিশা প্রতিবন্ধী স্কুলে আয়োজিত ছোট অনুষ্ঠান হয়। সেখানে বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষ গান, নাচ, আবৃতি করে। অটিজম সম্পর্কে বক্তব্য রাখা হয়।

Most Popular

error: Content is protected !!