Thursday, May 9, 2024
spot_img
Homeজেলাছয় বাংলাদেশি জলদস্যুকে গ্রেপ্তার করল সুন্দরবন টাইগার রিজার্ভ

ছয় বাংলাদেশি জলদস্যুকে গ্রেপ্তার করল সুন্দরবন টাইগার রিজার্ভ

বান্টি মুখার্জি, সুন্দরবন: জীবন উপেক্ষা করে রয়্যাল বেঙ্গলের ডেরায় নেমে প্রায় দুই কিলোমিটার তাড়া করে একটি ট্রলার সহ ৬ জন বাংলাদেশি জলদস্যুকে গ্রেপ্তার করল সুন্দরবন টাইগার রিজার্ভ। ধৃতরা হল বাবলু, মহম্মদ রাজু সর্দার, ইসরাত খান, শেখ রাসেল, মহম্মদ আলি শিকারী, মহম্মদ ইলিয়াস।

ছয় বাংলাদেশি জলদস্যুকে গ্রেপ্তার করল সুন্দরবন টাইগার রিজার্ভ

ধৃতদের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলার রামপাল থানার অধীনস্থ কামরাঙ্গা, ঘোঁঘোনিয়া, বাস্তুলী মুজিবনগর, শ্রীফলটোলা গ্রামে।জানা গিয়েছে, বুধবার সুন্দরবনের ন্যাশানাল ইস্ট পার্ক রেঞ্জের বাগমারা-৪ খাল সংলগ্ন সুন্দরবনে ন্যাশানাল ইস্ট পার্ক রেঞ্জের রেঞ্জার স্বপনকুমার মাঝি,

ছয় বাংলাদেশি জলদস্যুকে গ্রেপ্তার করল সুন্দরবন টাইগার রিজার্ভ

ট্রেনি রেঞ্জার নবকুমার সাউয়ের নেতৃত্বে অরণ্যসাথী সুকুমার মণ্ডল, প্রশান্ত দাস, আশরাফ মোল্লা, তারক গায়েন-সহ ছয় সদস্যের একটি দল নজরদারি করছিলেন। সেই সময় তাঁরা দূরবিন দিয়ে দেখতে পান, বাগমারা-৪ কম্পার্টমেন্টের বাগমারা খাল সংলগ্ন সুন্দরবন জঙ্গল এলাকায় দু’জন ব্যক্তি ট্রলার থেকে নেমে সুন্দরবন জঙ্গলে যাচ্ছে।

ছয় বাংলাদেশি জলদস্যুকে গ্রেপ্তার করল সুন্দরবন টাইগার রিজার্ভ

এটা দেখার পর আর এক মুহূর্ত দেরি করেনি সুন্দরবন টাইগার রিজার্ভের ওই দল। তাঁরা জলযান চেপে তড়িঘড়ি সেখানে হাজির হন।নিজেদের জীবন উপেক্ষা করে তাঁরা সুন্দরবনের রয়্যাল বেঙ্গলের ডেরায় নেমে পড়েন।

ছয় বাংলাদেশি জলদস্যুকে গ্রেপ্তার করল সুন্দরবন টাইগার রিজার্ভ

সেখানে প্রায় দুই কিলোমিটার পথ তাড়া করেন জলদস্যুদের।দীর্ঘক্ষণ চলে জলদস্যুদের সঙ্গে লুকোচুরির খেলা।অবশেষে সুন্দরবন টাইগার রিজার্ভের সদস্যদের হাতে ধরা পড়ে যায় বাংলাদেশি জলদস্যুরা।

ছয় বাংলাদেশি জলদস্যুকে গ্রেপ্তার করল সুন্দরবন টাইগার রিজার্ভ

তাদের কাছে বৈধ কোনও কাগজপত্র না থাকায় বেআইনি ভাবে ভারতীয় জলসীমা লঙ্ঘন করে প্রবেশ করায় তাদেরকে গ্রেপ্তার করে সুন্দরবন টাইগার রিজার্ভ। জলদস্যুদের ব্যবহৃত একটি ট্রলারও বাজেয়াপ্ত করা হয়।

Most Popular