Monday, May 20, 2024
spot_img
Homeজেলারাতের অন্ধকারে রাস্তার নর্দমার ইট চুরির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

রাতের অন্ধকারে রাস্তার নর্দমার ইট চুরির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

বিশ্বসমাচার, ক্যানিং: পঞ্চায়েত সদস্য ও তাঁর এক সঙ্গীর বিরুদ্ধে রাস্তার ড্রেন তৈরির জন্য রাস্তার পাশে রাখা ইট চুরি করার অভিযোগ উঠল। শুধু তাই নয়, গভীর রাতের অন্ধকারে এলাকার মানুষজন হাতেনাতে ধরে ফেলেন পঞ্চায়েত সদস্যকে। স্থানীয় লোকজন ভিডিও করেন। ভিডিওটি সর্বত্র ছড়িয়ে পড়ে।

রাতের অন্ধকারে রাস্তার নর্দমার ইট চুরির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বিশ্ব সমাচার’ পত্রিকা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোসাবা ব্লকের সাতজেলিয়া পঞ্চায়েতের সুধাংশুপুর গ্রামসভার তৃণমূল পঞ্চায়েত সদস্য বাবলা মণ্ডল। অভিযোগ, রবিবার রাত প্রায় একটার সময় ইট চুরি করে অন্যত্র পাচার করছিলেন খোদ পঞ্চায়েত সদস্য ও তাঁর সঙ্গীরা। গ্রামবাসীরা হাতেনাতে পঞ্চায়েত সদস্যকে ধরে ফেলেন।

রাতের অন্ধকারে রাস্তার নর্দমার ইট চুরির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার মানুষের অভিযোগ, লাহিড়িপুর পঞ্চায়েতের লাক্সবাগান গ্রামসভার তৃণমূলের বুথ সভাপতির ভাই ভুন্তা ওরফে সঞ্জয় মণ্ডলের বিরুদ্ধেও অভিযোগ ওঠে।ঘটনা প্রসঙ্গে সঞ্জয় মণ্ডল বলেন, কী ঘটেছে আমার জানা নেই।অন্যদিকে, তৃণমূল ২২০ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য বাবলা মণ্ডলের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য না করে এড়িয়ে যান।

রাতের অন্ধকারে রাস্তার নর্দমার ইট চুরির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

তবে তাঁর দাবি, কিছু মদ্যপ যুবক এমন অপপ্রচার করছে।ঘটনা প্রসঙ্গে তৃণমূলের জেলা পরিষদ সদস্য অনিমেষ মণ্ডল জানিয়েছেন, ইট চুরির ঘটনা নিয়ে একটি ভিডিও পেয়েছি। যাদের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ করা হয়েছে, যদি সত্যি তা প্রমাণিত হয়, তাহলে দল অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

রাতের অন্ধকারে রাস্তার নর্দমার ইট চুরির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

রাজ্য বিজেপি নেতা সঞ্জয়কুমার নায়েক জানিয়েছেন, রাজ্যে শাসক দলের ছোট বড় মাঝারি নেতারা চুরি করে বাংলাকে ১০০ বছর পিছিয়ে দিয়েছে। বিগত দিনে কয়লা চুরি, শিক্ষা চুরি, খাদ্য চুরি, ম্যানগ্রোভ চুরি, ১০০ দিনের কাজের টাকা চুরি, ত্রিপল চুরির মতো ঘটনা ঘটেছে।

রাতের অন্ধকারে রাস্তার নর্দমার ইট চুরির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীরা জেলে রয়েছে। ওদের লজ্জা নেই। এবার গোসাবা ব্লকের সাতজেলিয়া পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য বিরুদ্ধে গভীর রাতের অন্ধকারে ইট চুরির অভিযোগ উঠেছে। ছিঃ ছিঃ, লজ্জাজনক ঘটনা। তৃণমূলের এমন অপকর্মের জন্য আমরা ধিক্কার জানাই।

রাতের অন্ধকারে রাস্তার নর্দমার ইট চুরির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

সাধারণ মানুষকে সতর্ক করে তিনি বলেন, আপনারা সাবধানে থাকবেন। কারণ এবার হয়তো হাঁস, মুরগি চুরি করবে। কারণ তৃণমূলের দু’কানা কাটা। রাস্তার মাঝখান দিয়ে যায়। ওদের লজ্জা নেই।

Most Popular

error: Content is protected !!