Saturday, May 18, 2024
spot_img
Homeরাজ্যইডি হেফাজতের নির্দেশ শুনেই আদালতে অজ্ঞান মন্ত্রী জ্যোতিপ্রিয়, ভর্তি হাসপাতালে

ইডি হেফাজতের নির্দেশ শুনেই আদালতে অজ্ঞান মন্ত্রী জ্যোতিপ্রিয়, ভর্তি হাসপাতালে

স্টাফ রিপোর্টার: রেশন বণ্টন দুর্নীতি মামলায় প্রায় ২০ ঘণ্টা তল্লাশির পর শুক্রবার কাকভোরে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।এর পর শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় মন্ত্রীকে। তার পরে হাসপাতাল থেকেই সরাসরি তোলা ব্যাঙ্কশাল আদালতে।এদিন আদালতে নিজের হয়ে নিজেই সওয়াল করেন জ্যোতিপ্রিয়। বলেন, আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে।নিজের শারীরিক সমস্যার কথা জানান বিচারককে। জানান, দীর্ঘদিনের সুগারের রোগী। কিডনির সমস্যাও রয়েছে। চেন্নাইতে চিকিৎসা করিয়েছিলেন। চিকিৎসকের পরামর্শমতো প্রতিদিন ১০ হাজার পা হাঁটতে হয় তাঁকে।বিচারক জানতে চান, জিজ্ঞাসাবাদের সময় কি আপনাকে শারীরিক নির্যাতন করা হয়েছে? জবাবে জ্যোতিপ্রিয় বলেন, না। ইডি আধিকারিকরা খুবই ভদ্র আচরণ করেছেন। এরপর দীর্ঘ সওয়াল-জবাবের পর বিচারক তাঁকে ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন।বিচারক জানান, হেফাজতে থাকাকালীন বাড়ির খাবার খাবেন মন্ত্রী। তবে সেই খাবার ইডি দফতরে বসে আগে জ্যোতিপ্রিয়র মেয়েকে খেতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে কমান্ড হাসপাতাল একটি মেডিক্যাল বোর্ড গঠন করবে।‌ ওই বোর্ড জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য পরীক্ষা করবে। বাড়ির পোশাক পরতে পারবেন তিনি। তবে পরা যাবে না দড়ি দেওয়া পাজামা বা কোনও পোশাক। প্রতিদিন ১ ঘণ্টা করে দেখা করতে পারবেন আইনজীবীর সঙ্গে।এদিকে এই নির্দেশ শুনে এজলাসেই বসে পড়েন জ্যোতিপ্রিয়। জ্ঞান হারিয়ে আদালতের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন। মন্ত্রীর কাছে ছুটে যান মন্ত্রী কন্যা।তিনি পেশায় একজন চিকিৎসক। অসুস্থ বাবার চিকিৎসা করতে শুরু করেন। মাথায় জল দেন বাবার। কয়েক মিনিটের মধ্যে তাঁকে কোর্ট রুমের বাইরে এনে বসানো হয়।সেখান থেকে বিচারকের অনুমতি নিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় তাঁর শীতাতপ নিয়ন্ত্রিত চেম্বারে।এরই মধ্যে ইডি হেফাজতের মেয়াদ পুনর্বিবেচনা ও মন্ত্রীকে হাসপাতালে ভর্তির দাবি তুলে ফের বিচারকের দ্বারস্থ হন তাঁর আইনজীবীরা।এরপর কোর্ট জানায়, মন্ত্রীকে তাঁর পছন্দের হাসপাতালে নিয়ে যাওয়া হবে।হাসপাতালবাসের খরচ জোগাবে পরিবারই। বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করান বালু (মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ডাকনাম)। ওখানেই তাঁকে নিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। আদালত বলেছে, সুস্থ হলে তবে তাঁকে কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে। না হলে নয়। এরপর আদালতের নির্দেশমতো এসি অ্যাম্বুলেন্স করে জ্যোতিপ্রিয় মল্লিককে কোর্ট চত্বর থেকে বের করে নিয়ে যাওয়া হয়। তার পরিবারের পছন্দমতো হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হবে। এরপর কমান্ড হাসপাতালে নিয়ে এসে তার চিকিৎসা হবে। হাসপাতাল থেকে ফেরার পর মন্ত্রী জ্যোতিপ্রিয়ের ১০ দিনের ইডি হেফাজত শুরু হবে।

Most Popular

error: Content is protected !!