Monday, May 20, 2024
spot_img
Homeবিদেশপাকিস্তানে জঙ্গি হামলা, ঘুমন্ত অবস্থায় ৯ জনকে গুলি

পাকিস্তানে জঙ্গি হামলা, ঘুমন্ত অবস্থায় ৯ জনকে গুলি

বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে ৭ জন ঘুমন্ত মানুষকে গুলি করে হত্যা করল জঙ্গিরা, গুরুতর আহত আরও ১।এক মাসের মধ্যে এই এলাকায় জাতিগত সন্ত্রাসের এটি দ্বিতীয় বড় ঘটনা, এমনটাই জানা গিয়েছে পুলিশ সুত্রে।যদিও এই হামলার দায় কেউ স্বীকার করেনি। পুলিশের দাবি, যে তারা বিএলএকে সন্দেহ করছে।

পাকিস্তানে জঙ্গি হামলা, ঘুমন্ত অবস্থায় ৯ জনকে গুলি

সুত্রের খবর, পাকিস্তানের গোয়াদরে এই হামলা চালায় জঙ্গিরা। চীন গত কয়েক বছর ধরে এখানে একটি বন্দর তৈরি করছে।যদিও পশ্চিমা দেশ ও স্থানীয় জনগণ এই নির্মাণের বিরোধিতা করেছে। তথ্য অনুযায়ী, যারা মারা গেছেন তারা সবাই পাঞ্জাব প্রদেশের বাসিন্দা এবং তারা এখানে নাপিতের দোকানে কাজ করতেন।

পাকিস্তানে জঙ্গি হামলা, ঘুমন্ত অবস্থায় ৯ জনকে গুলি

স্থানীয় পুলিশ প্রধান মহসিন আলি জানিয়েছেন, “নিহত পাঞ্জাবের মধ্য প্রদেশের বাসিন্দা এবং শহরে একটি সেলুন চালাতেন। ঘুমন্ত অবস্থায় তাকে গুলি করা হয়।” এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই দুর্ঘটনার তিব্র নিন্দা করেছেন। সন্ত্রাসীদের এই ঘটনাকে কাপুরুষোচিত বলে অভিহিত করেছেন তিনি।

পাকিস্তানে জঙ্গি হামলা, ঘুমন্ত অবস্থায় ৯ জনকে গুলি

প্রধানমন্ত্রী শরীফ বলেন, আমরা সন্ত্রাসবাদের মূল থেকে নির্মূল করব। প্রায় তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো সন্ত্রাসীরা বেলুচিস্তান প্রদেশে পাঞ্জাবের মানুষকে লক্ষ্যবস্তু করেছে।উল্লেখ্য, এর আগে গত মাসে জঙ্গিরা ৯ জনকে গুলি করে হত্যা করে।

Most Popular

error: Content is protected !!