Monday, May 20, 2024
spot_img
Homeজেলাআলিপুরে মনোনয়ন জমা দেওয়ার পথে উত্তেজনা, সিপিএম-বিজেপি স্লোগান-যুদ্ধ

আলিপুরে মনোনয়ন জমা দেওয়ার পথে উত্তেজনা, সিপিএম-বিজেপি স্লোগান-যুদ্ধ

বান্টি মুখার্জি, ক্যানিং: বৃহস্পতিবার শেষ দফার ভোটে বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে আলিপুর ছিল সরগরম। এদিন আলিপুরে মনোনয়ন জমা দিতে আসার সময় গোপালনগর মোড়ের কাছে বিজেপির কর্মী-সমর্থক এবং সিপিএমের কর্মী-সমর্থকদের মধ্যে স্লোগান, পাল্টা স্লোগান শুরু হয়।

আলিপুরে মনোনয়ন জমা দেওয়ার পথে উত্তেজনা, সিপিএম-বিজেপি স্লোগান-যুদ্ধ

ফলে কিছুটা উত্তেজনা তৈরি হয়। ব্যাপক পুলিশি ব্যবস্থা থাকায় কোনও গন্ডগোলের ঘটনা ঘটেনি।
কলকাতা থেকে হারিয়ে যাচ্ছে হাতে টানা রিকশ আর ট্রাম। ভোটের ময়দানে সেই ট্রামে চেপে এদিন মনোনয়নপত্র জমা দিতে আসেন জয়নগর কেন্দ্রের বিজেপি প্রার্থী ড. অশোক কান্ডারি।

আলিপুরে মনোনয়ন জমা দেওয়ার পথে উত্তেজনা, সিপিএম-বিজেপি স্লোগান-যুদ্ধ

তিনি জয়নগর থেকে লোকাল ট্রেনে চেপে আসেন বালিগঞ্জ স্টেশনে। সেখান থেকে উঠে পড়েন ট্রামে। তারপর পায়ে হেঁটে মিছিল করে উপস্থিত হন আলিপুরে প্রশাসনিক ভবনে। এখানে অতিরিক্ত জেলাশাসক ভাস্কর পালের কাছে মনোনয়ন জমা দেন।
ইতিমধ্যে শেষ দফার ভোটে মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে।

আলিপুরে মনোনয়ন জমা দেওয়ার পথে উত্তেজনা, সিপিএম-বিজেপি স্লোগান-যুদ্ধ

এদিন আলিপুরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়ার জন্য উপস্থিত হন। প্রার্থীরা কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে গাড়িতে করে গোপালনগর মোড়ে নামেন। সেখান থেকে পায়ে হেঁটে আসেন আলিপুরে। তবে ট্রামে চেপে মনোনয়নপত্র জমা দিতে আসেন একমাত্র বিজেপি প্রার্থী ডাঃ অশোক কান্ডারি।

আলিপুরে মনোনয়ন জমা দেওয়ার পথে উত্তেজনা, সিপিএম-বিজেপি স্লোগান-যুদ্ধ

দক্ষিণ ২৪ পরগনার যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ এদিন গোপালনগর মোড়ে আসেন কর্মী-সমর্থকদের নিয়ে। সেখান থেকেই মনোনয়ন পত্র জমা দিতে যান। ডায়মন্ডহারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসও এদিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আলিপুরে মনোনয়ন জমা দেওয়ার পথে উত্তেজনা, সিপিএম-বিজেপি স্লোগান-যুদ্ধ

এদিন বিজেপি প্রার্থী ডাঃ অশোক কান্ডারির সঙ্গে উপস্থিত ছিলেন জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর, রাজ্য নেতা তথা বিজেপির মিডিয়া ইনচার্জ সঞ্জয়কুমার নায়েক, সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক বিকাশ সরদার, জেলা যুব মোর্চা সভাপতি অসীম সাঁপুই,

আলিপুরে মনোনয়ন জমা দেওয়ার পথে উত্তেজনা, সিপিএম-বিজেপি স্লোগান-যুদ্ধ

জেলা যুবমোর্চা সহ সভাপতি পবিত্র পাত্র, মহিলা যুবমোর্চা সভাপতি সীমা মুখার্জি, জেলা সহ সভাপতি সঞ্জয় সিনহা, অজয় বায়েন, সুব্রত পাল, ধনপতি নস্কর, শুভঙ্কর মণ্ডল, দিলীপ বৈদ্য সহ পাঁচশো’র বেশি বিজেপি কর্মী-সমর্থক।

Most Popular

error: Content is protected !!