Monday, May 20, 2024
spot_img
Homeদেশহাসপাতালে চিকিৎসক নেই, মায়ের কোলেই মৃত্যু হল পাঁচ বছরের শিশুর

হাসপাতালে চিকিৎসক নেই, মায়ের কোলেই মৃত্যু হল পাঁচ বছরের শিশুর

সংবাদ সংস্থা : অসুস্থ ছেলের চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন সঞ্জয় পান্দ্রে। কিন্তু চিকিৎসা পাওয়া তো দূরের কথা চিকিৎসক বা কোনও স্বাস্থ্যকর্মীর দেখা না মেলায় হাসপাতাল চত্বরেই অপেক্ষা করতে থাকেন তাঁরা। আর অপেক্ষা করতে করতেই মায়ের কোলে মৃত্যু হয় পাঁচ বছরের ঋষির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জবলপুরে।

হাসপাতালে চিকিৎসক নেই, মায়ের কোলেই মৃত্যু হল পাঁচ বছরের শিশুর

সঞ্জয়ের অভিযোগ, অসুস্থ ছেলেকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী কেউই ছিলেন না। তাঁদের জন্য হাসপাতাল চত্বরেই অপেক্ষা করতে থাকেন। ছেলের শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছিল। কিন্তু বহু খুঁজেও কোনও চিকিৎসকের দেখা পাননি।শিশুমৃত্যুকে ঘিরে জবলপুরে শোরগোল পড়ে যাওয়ায় বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে স্বাস্থ্য দফতর।

হাসপাতালে চিকিৎসক নেই, মায়ের কোলেই মৃত্যু হল পাঁচ বছরের শিশুর

বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছে তারা। স্থানীয়দের অভিযোগ, এখানে নামেই স্বাস্থ্যকেন্দ্র বানানো হয়েছে। শুরু থেকেই কোনও চিকিৎসককে ঠিক মতো পাওয়া যায় না। এমনকি শিশুটির মৃত্যুর কয়েক ঘণ্টা পরেও চিকিৎসকের বা স্বাস্থ্যকর্মীদের দেখা মেলেনি বলে অভিযোগ।

Most Popular

error: Content is protected !!