Sunday, May 19, 2024
spot_img
Homeরাজ্যবেহাল রাস্তা নয়, ভাগ্যের জন্যই তরুণীর মৃত্যু হয়েছে, মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

বেহাল রাস্তা নয়, ভাগ্যের জন্যই তরুণীর মৃত্যু হয়েছে, মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

স্টাফ রিপোর্টার: বেহাল রাস্তায় অ্যাম্বুল্যান্স না ঢোকায় শুক্রবার খাটিয়ায় শুইয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় বামনগোলার এক তরুণীর। মালদহের ঘটনা নিয়ে বিতর্কের আবহেই এ বার বেফাঁস মন্তব্য করে বসলেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

বেহাল রাস্তা নয়, ভাগ্যের জন্যই তরুণীর মৃত্যু হয়েছে, মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

শনিবার সিদ্দিকুল্লা দাবি করেন, “১০০-র মধ্যে এক জনের অবস্থা যদি খারাপ হয়, তবে ৯৯টাকে খারাপ বলব কেন?মৃত্যু ভাগ্যে ছিল। রাস্তার জন্য তাঁর মৃত্যু হয়নি।” স্বাভাবিক ভাবেই সিদ্দিকুল্লার এই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে বিরোধী দলগুলি।

বেহাল রাস্তা নয়, ভাগ্যের জন্যই তরুণীর মৃত্যু হয়েছে, মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

মালদহের ঘটনা নিয়ে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। রাজ্য প্রশাসনকে বিঁধে তিনি বলেন, “এই লজ্জা রাখার জায়গা নেই।” সিদ্দিকুলার এই মন্তব্য প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন,

বেহাল রাস্তা নয়, ভাগ্যের জন্যই তরুণীর মৃত্যু হয়েছে, মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

“রাজ্যের মন্ত্রীরা যে ক্রমশ সংবেদনশীলতা হারিয়ে ফেলছেন, এই ধরনের মন্তব্য তারই প্রমাণ।”এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম অবশ্য বলেন, “বিষয়টি জেলাশাসকের দেখা উচিত।”

Most Popular

error: Content is protected !!