Monday, May 6, 2024
spot_img
Homeখেলাটি-টোয়েন্টির ভবিষ্যৎ ক্যাপ্টেন ভাবা উচিত সঞ্জুকে, দাবি হরভজনের

টি-টোয়েন্টির ভবিষ্যৎ ক্যাপ্টেন ভাবা উচিত সঞ্জুকে, দাবি হরভজনের

টি-টোয়েন্টির ভবিষ্যৎ ক্যাপ্টেন হিসেবে ভাবা উচিত সঞ্জু স্যামসনকে, এমনটাই দাবি করলেন ভারতের প্রাক্তন তারকা স্পিনার হরভজন সিং।এমনিতে জাতীয় দলের নিয়মিত সদস্য নন সঞ্জু। দল থেকে একাধিকবার তাঁর বাদ পড়া নিয়ে নানা প্রশ্নও উঠেছে। কিন্তু হরভজন চান, টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হোক সঞ্জুকেই।

টি-টোয়েন্টির ভবিষ্যৎ ক্যাপ্টেন ভাবা উচিত সঞ্জুকে, দাবি হরভজনের

মুম্বইয়ের বিরুদ্ধে রাজস্থানের দুরন্ত পারফরম্যান্সের পরই নিজের ইচ্ছে প্রকাশ করেন হরভজন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “আসন্ন বিশ্বকাপে সঞ্জুকেই উইকেটকিপার-ব্যাটার হিসেবে নেওয়া উচিত ভারতীয় দলের। আর রোহিতের পর ওকেই ক্যাপ্টেন হিসেবে ভাবা উচিত।

টি-টোয়েন্টির ভবিষ্যৎ ক্যাপ্টেন ভাবা উচিত সঞ্জুকে, দাবি হরভজনের

এ নিয়ে কি কারও সন্দেহ আছে?” টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম একাদশে উইকেটকিপারের দায়িত্ব কে পাবেন, সে নিয়ে জোর জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কেএল রাহুল, সঞ্জু স্যামসন, ঋষভ পন্থদের নাম নিয়ে চলছে আলোচনা।

টি-টোয়েন্টির ভবিষ্যৎ ক্যাপ্টেন ভাবা উচিত সঞ্জুকে, দাবি হরভজনের

তবে রাজস্থানের হয়ে সঞ্জুর ফর্ম দেখে ভাজ্জি ভোট দিচ্ছেন তাঁকেই। ইরফান পাঠান অবশ্য ভারতীয় স্কোয়াডে সঞ্জু কিংবা কেএল রাহুলকে দেখছেন না। তাঁর মতে, এক্ষেত্রে এগিয়ে পন্থই।

Most Popular