Sunday, April 28, 2024
spot_img
Homeখেলারোহিত-গিলের জোড়া শতরান, বড় রানের পথে ভারত

রোহিত-গিলের জোড়া শতরান, বড় রানের পথে ভারত

ধরমশালার পঞ্চম টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা প্রথম দিনেই নিজেদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২১৮ রানে। কুলদীপ যাদব ৫টি ও রবিচন্দ্রন অশ্বিন ৪টি উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে ভারত প্রথম দিনের খেলা শেষ করে তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তুলে।

রোহিত-গিলের জোড়া শতরান, বড় রানের পথে ভারত

টিম ইন্ডিয়া সাকুল্যে ৩০ ওভার ব্যাট করে। ৫৭ রান করে আউট হন যশস্বী জসওয়াল। ৫২ রানে নট-আউট থাকেন রোহিত শর্মা। ২৬ রানে অপরাজিত থাকেন শুভমন গিল। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ইংল্যান্ডের থেকে ৮৩ রানে পিছিয়ে থাকে ভারত। ধরমশালা টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে  শতরান করলেন রোহিত শর্মা।

রোহিত-গিলের জোড়া শতরান, বড় রানের পথে ভারত

টেস্টে এক ডজন শতরান করে ফেললেন ভারত অধিনায়ক। ইংল্যান্ডকে বড় রানের পথে এগিয়ে নিয়ে চলেছেন তিনি এবং শুভমন গিল। শতরান করেছেন গিলও। টেস্টে চতুর্থ শতরান করলেন তিনি।পত্রিকাটি লেখা পর্যন্ত ৫৮ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২৫৭ রান।

Most Popular