Sunday, May 12, 2024
spot_img
Homeরাজ্যমুখ্যমন্ত্রীকে কুকথা, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে তৃণমূল

মুখ্যমন্ত্রীকে কুকথা, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে তৃণমূল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এবার বারাসাত লোকসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দ্বারস্থ হতে চলেছে তৃণমূল।শনিবার অশোকনগর এলাকায় প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। সেখানে জনসংযোগ চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,

মুখ্যমন্ত্রীকে কুকথা, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে তৃণমূল

চাকরি যাদের বাতিল হয়েছে আর যারা চাকরি পায়নি, তাদের সবাইকে বলব, জুতো হাতে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে চলে যান। ওঁর মতো মুখ্যমন্ত্রীকে জুতো মারা উচিত। লজ্জা করে না? বাংলার ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন! সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতন,

মুখ্যমন্ত্রীকে কুকথা, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে তৃণমূল

নিয়োগ দুর্নীতিতে যে সব স্কুলশিক্ষকের চাকরি গিয়েছে, তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী।” বিষয়টি জানার পরেই অশোকনগর বিধানসভা এলাকা তৃণমূলের পক্ষ থেকে জেলার নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হয়। জানানো হয়, বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রী প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য করেছেন।

মুখ্যমন্ত্রীকে কুকথা, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে তৃণমূল

তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হোক।জেলা নেতৃত্ব মারফত খবর যায় তৃণমূল ভবনে। সেখানেই স্বপনের বক্তব্যের পর্যালোচনার পর নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

Most Popular