Monday, May 13, 2024
spot_img
Homeরাজ্যতাপপ্রবাহের মধ্যেই আগামী রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস

তাপপ্রবাহের মধ্যেই আগামী রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস

গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যজুড়ে চলছে তাপপ্রবাহ। সব রেকর্ড ভেঙে লাগাতার চল্লিশের ওপরে টিকে রয়েছে পারদ।তাপপ্রবাহে বাড়ি থেকে বেরনোই যেন দায়।দেখা নেই বৃষ্টির। বিশেষ করে তাপে পুড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। এরই মধ্যে এল আশার খবর। অবশেষে দেখা গেল বৃষ্টির সম্ভাবনা।

তাপপ্রবাহের মধ্যেই আগামী রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানান, সোমবার থেকে ৪ মে পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বদলানোর কোনও সম্ভাবনা নেই।

তাপপ্রবাহের মধ্যেই আগামী রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস

বরং বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ৬টি জেলায় থাকছে লাল সতর্কতা।ওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চললেও লাল সতর্কতা নেই।তবে আগামী ৫ মে থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।পূর্বাভাস অনুসারে, আগামী রবি ও সোম ও মঙ্গলবার অর্থাৎ ৫ – ৬ ও ৭ মে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাপপ্রবাহের মধ্যেই আগামী রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস

ঝড়-বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে।তবে কালবৈশাখীর ঝড়বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও তা দীর্ঘস্থায়ী হবে না বলেই অনুমান আবহাওয়া দফতরের।

Most Popular