Thursday, May 9, 2024
spot_img
HomeUncategorizedধোনি ও ইউসুফ পাঠানের রেকর্ড ভাঙলেন অক্ষর প্যাটেল

ধোনি ও ইউসুফ পাঠানের রেকর্ড ভাঙলেন অক্ষর প্যাটেল

সংবাদ সংস্থা : কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ভারতকে উত্তেজক জয় এনে দেন অক্ষর প্যাটেল। সেই সঙ্গে একযোগে মহেন্দ্র সিং ধোনি ও ইউসুফ পাঠানের দুর্দান্ত একটি রেকর্ড ভেঙে দেন তিনি।পোর্ট অফ স্পেনে ভারতের হয়ে ৭ নম্বরে ব্যাট করতে নেমে ৬৪ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। ৩৫ বলের ম্যাচ জেতানো ইনিংসে তিনি ৩টি চার ও ৫টি ছক্কা মারেন।

ধোনি ও ইউসুফ পাঠানের রেকর্ড ভাঙলেন অক্ষর প্যাটেল

উল্লেখযোগ্য বিষয় হল, রান তাড়া করে জেতা কোনও ওয়ান ডে ম্যাচে ভারতের হয়ে সাত নম্বর বা তারও পরে ব্যাট করতে নামা কোনও ক্রিকেটার কখনও এতগুলি ছক্কা মারতে পারেননি। এতদিন এই রেকর্ড ছিল যুগ্মভাবে মহেন্দ্র সিং ধোনি ও ইউসুফ পাঠানের নামে। দু’জনেই ৩টি করে ছক্কা মেরেছিলেন।

ধোনি ও ইউসুফ পাঠানের রেকর্ড ভাঙলেন অক্ষর প্যাটেল

অক্ষর মারেন ৫টি ছয়।ইউসুফ অবশ্য একবার নয়, বরং দু’বার এমন কৃতিত্ব দেখান। ধোনি ২০০৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে ৩টি ছক্কা মারেন এবং ভারতকে ম্যাচ জেতান। ইউসুফ ২০১১ সালে একবার দক্ষিণ আফ্রিকা ও একবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে এমন কাণ্ড ঘটান।

Most Popular