Sunday, April 28, 2024
spot_img
Homeরাজ্যনতুন ক্লাসে উঠলেই এবার স্কুলের ছাত্র-ছাত্রীদের মিলবে সম্মান

নতুন ক্লাসে উঠলেই এবার স্কুলের ছাত্র-ছাত্রীদের মিলবে সম্মান

স্টাফ রিপোর্টার: এক ক্লাস থেকে পরবর্তী ক্লাসে উঠলে এবার স্কুলের ছাত্র-ছাত্রীদের মিলবে সম্মান। আধুনিক এই ব্যবস্থা চালু করছে এবার রাজ্যের স্কুল শিক্ষা দফতর।এক ক্লাস থেকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়া ছাত্র ছাত্রীদের জন্য এবার স্কুলে স্কুলে পালিত হবে “graduation ceremony”।

নতুন ক্লাসে উঠলেই এবার স্কুলের ছাত্র-ছাত্রীদের মিলবে সম্মান

রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে ১৩ দফা গাইডলাইন দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদকে বিস্তারিত নির্দেশিকা পাঠানো হয়েছে বলেই দফতর সূত্রে খবর। প্রতিবছর রাজ্য জুড়ে প্রতিটি স্কুলে স্কুলে ২ রা জানুয়ারি দেওয়া হবে এই বিশেষ সম্মান। সূত্রের খবর কালীপুজোর ছুটির পর স্কুল খুললেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদ রাজ্যজুড়ে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলিতে এই নির্দেশিকা পাঠাবে

নতুন ক্লাসে উঠলেই এবার স্কুলের ছাত্র-ছাত্রীদের মিলবে সম্মান

।মূলত উচ্চশিক্ষার ক্ষেত্রেই এই ধরনের “gradutation ceremony”বিভিন্ন বেসরকারি বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রচলিত রয়েছে। যদিও বিদেশে স্কুলগুলিতে এই ধরনের রীতি প্রচলিত রয়েছে। এবার সেই ব্যবস্থাই রাজ্যের স্কুলগুলিতে নিয়ে আসতে চাইছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।

Most Popular