Friday, May 10, 2024
spot_img
Homeরাজ্যএবার সাত দিনের মধ্যে স্ক্রুটিনি এবং রিভিউ-এর ফলপ্রকাশ

এবার সাত দিনের মধ্যে স্ক্রুটিনি এবং রিভিউ-এর ফলপ্রকাশ

৮ তারিখ প্রকাশিত হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিকের ফল। এর পর ১০ তারিখ থেকে স্ক্রুটিনি (পিপিএস) এবং রিভিউ (পিপিআর)-এর জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। আবেদনকারি পরীক্ষার্থীদের জন্য এ বার বিশেষ সুবিধা চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

এবার সাত দিনের মধ্যে স্ক্রুটিনি এবং রিভিউ-এর ফলপ্রকাশ

তার নাম দেওয়া হয়েছে তৎকাল পরিষেবা।সাধারণত পরীক্ষার্থীদের স্ক্রুটিনি এবং রিভিউতে যে টাকা দিতে হয় তার থেকে তিনগুণ বেশি টাকা দিতে হবে তৎকাল পরিষেবার ক্ষেত্রে।উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন,

এবার সাত দিনের মধ্যে স্ক্রুটিনি এবং রিভিউ-এর ফলপ্রকাশ

“তৎকালের ক্ষেত্রে যে দিন থেকে পড়ুয়ারা আবেদন করবে সে দিন থেকে সাত দিনের মধ্যে সংশোধিত মার্কশিট পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে। এই সময়সীমার মধ্যে যদি মার্কশিট হাতে না পায় তাহলে অতিরিক্ত যে টাকা নেওয়া হচ্ছে তা ফেরত দেওয়া হবে সংশ্লিষ্ট পড়ুয়াকে।”

Most Popular