Monday, May 20, 2024
spot_img
Homeদেশঅ্যান্টি-ডোপিং বিল পাশ লোকসভায়

অ্যান্টি-ডোপিং বিল পাশ লোকসভায়

সংবাদ সংস্থা : লোকসভাতে পাশ হয়ে গেল অ্যান্টি-ডোপিং বিল।যেখানে নাডা এবং ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরির জন্য স্ট্যাটুটারি একটি রূপরেখা (ফ্রেমওয়ার্ক) তৈরি করে দেওয়া হয়েছে এই বিলের মধ্যে দিয়ে।এই বিলের কিছু পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।

অ্যান্টি-ডোপিং বিল পাশ লোকসভায়

ন্যাশনাল অ্যান্টি ডোপিং বিল লোকসভাতে ধ্বনি ভোটের মাধ্যমে পাশ করা হয়েছে।কেন্দ্রীয় ক্রীড়া এবং যুবকল্যাণ মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, এই বিল দেশে খেলার উন্নয়ন ঘটাবে। ক্রীড়াবিদদের স্বার্থকে সুরক্ষিত করবে। তিনি আরও জানিয়েছেন দেশ জুড়ে বাড়ানো হবে ডোপ টেস্টিং।

অ্যান্টি-ডোপিং বিল পাশ লোকসভায়

তার মতে নাডা এবং ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি-সহ সমস্ত ল্যাবরেটরির ক্ষেত্রে একটা আইনগত কাঠামো করে দিতেই এই বিল। ক্রীড়াক্ষেত্রে অ্যান্টি-ডোপিং বিষয়টিকে জোর দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব প্রতিষ্ঠানকে মিলিয়ে দেশে একটা অ্যান্টি ডোপিং বোর্ড গঠন করা হবে। এই বিলের মধ্যে দিয়ে তার পথ প্রশস্ত করা হল।

Most Popular

error: Content is protected !!