Monday, May 20, 2024
spot_img
Homeজেলাগ্রামের রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ, ক্যানিং গোলাবাড়ি রাস্তায় যান চলাচল স্তব্ধ

গ্রামের রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ, ক্যানিং গোলাবাড়ি রাস্তায় যান চলাচল স্তব্ধ

বিশ্ব সমাচার, ক্যানিং: গ্রামের রাস্তা খারাপ। আর তা সারানোর দাবিতে মঙ্গলবার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা। এ, জেরে দীর্ঘ প্রায় একঘণ্টা যান চলাচল স্তব্ধ হয়ে যায় ক্যানিং গোলাবাড়ি সড়কপথে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা গ্রাম পঞ্চায়েতের সুখসাগর স্কুলমাঠ সংলগ্ন এলাকায়।

গ্রামের রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ, ক্যানিং গোলাবাড়ি রাস্তায় যান চলাচল স্তব্ধ

খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ক্যানিং থানার অন্তর্গত গোলাবাড়ি ফাঁড়ির পুলিশ। দীর্ঘ কয়েকঘণ্টা পথ অবরোধ চলায় যানজটের সৃষ্টি হয়। পুলিশের তরফ থেকে গ্রামবাসীদের আশ্বস্ত করা হলে অবরোধ ওঠে। শুরু হয় যান চলাচল।
মেন রোড থেকে সুখসাগর স্কুল সংলগ্ন মসজিদ পর্যন্ত ৩৪০০ ফুট রাস্তা।

গ্রামের রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ, ক্যানিং গোলাবাড়ি রাস্তায় যান চলাচল স্তব্ধ

রাস্তাটি ২৮০০ ফুট কংক্রিট ঢালাইয়ের রাস্তা তৈরি হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, ৬০০ ফুট রাস্তা ঢালাই না করে সমস্ত টাকা খেয়ে নিয়েছে পঞ্চায়েত।এ বিষয়ে ইটখোলা পঞ্চায়েতে একাধিকবার জানানো হলেও কোনও সুরাহা মেলেনি। গ্রামবাসীদের দাবি,

গ্রামের রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ, ক্যানিং গোলাবাড়ি রাস্তায় যান চলাচল স্তব্ধ

আগামী একমাসের মধ্যে রাস্তা ঠিক করতে হবে। নাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।
অন্যদিকে, ইটখোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান খতিব সরদার জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। ফলে রাস্তার কাজ বন্ধ হয়ে রয়েছে।

Most Popular

error: Content is protected !!