Sunday, May 5, 2024
spot_img
Homeরাজ্য৫০ বছরের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, বৃদ্ধি পাবে আরও

৫০ বছরের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, বৃদ্ধি পাবে আরও

পশ্চিমবঙ্গের তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে এই মুহূর্তে কমার কোনও সম্ভাবনা নেই। জানাল আলিপুর আবহাওয়া বিভাগের অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায়। আগামী এক সপ্তাহ এটাই চলতে থাকবে। বরং আগামী দু থেকে তিন দিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই।

৫০ বছরের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, বৃদ্ধি পাবে আরও

কোথাও কোথাও আবার তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি এই জেলাগুলোতে তীব্র তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। শুক্রবার এই জেলাগুলোর সঙ্গে আরও কয়েকটি জেলা যুক্ত হবে সেখানেও তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।

৫০ বছরের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, বৃদ্ধি পাবে আরও

যেমন উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া।কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী পাঁচ দিন তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। বৃহস্পতিবার তাপমাত্রা ছুঁয়েছে ৪১.৬ ডিগ্রিতে। তথ্য বলছে, গত ৫০ বছরের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কলকাতায়।

৫০ বছরের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, বৃদ্ধি পাবে আরও

সোজা কথায় ৪৪ বছরে কলকাতায় এপ্রিলের উষ্ণতম দিন ছিল এদিন।এর আগে ১৯৮০ সালে এপ্রিলে কলকাতার তাপমাত্রা ওঠে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াসে।

Most Popular