Friday, May 17, 2024
spot_img
Homeজেলামাধ্যমিকে একাদশ স্থানে কাকদ্বীপের পুষ্পেন্দু

মাধ্যমিকে একাদশ স্থানে কাকদ্বীপের পুষ্পেন্দু

রবীন্দ্রনাথ সামন্ত, কাকদ্বীপ: মাধ্যমিকে রাজ্যে একাদশ স্থান এবং কাকদ্বীপ মহকুমায় প্রথম স্থান অধিকার করেছে সাগর মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশনের ছাত্র পুষ্পেন্দু ঘোষ। তার প্রাপ্ত নম্বর ৬৮৩। পুষ্পেন্দু বাংলায় ৯৮, ইংরেজিতে ৯৩, গণিতে ৯৮, ভৌত বিজ্ঞানে ৯৯, জীবন বিজ্ঞানে ৯৯, ইতিহাসে ৯৮ এবং ভূগোলে ৯৮ নম্বর পেয়েছে।

মাধ্যমিকে একাদশ স্থানে কাকদ্বীপের পুষ্পেন্দু

পুষ্পেন্দুর বাড়ি কাকদ্বীপ ব্লকের ঢোলাহাট থানার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর গ্রামে। মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশনের হস্টেলে থেকে সে পড়াশোনা করেছে। এই রেজাল্টে পুষ্পেন্দু এবং তার বাবা-মা দাদা সহ প্রতিবেশীরা খুবই খুশি। এ বিষয়ে পুষ্পেন্দু জানায়, পড়াশোনার ব্যাপারে যেমন শিক্ষক-শিক্ষিকাদের অবদান রয়েছে, তেমনি বন্ধুরাও খুব সহযোগিতা করেছে।

মাধ্যমিকে একাদশ স্থানে কাকদ্বীপের পুষ্পেন্দু

প্রত্যহ ৮ থেকে ৯ ঘন্টা পড়াশোনা করেছে। তার প্রিয় খেলা ক্রিকেট। এর বাইরেও পুষ্পেন্দু আবৃত্তি করতে ভালোবাসে। তবে সে রহড়া রামকৃষ্ণ মিশনে এইচএস পড়াশোনা করতে চায়। কিন্তু আর্থিক অভাব রয়েছে বলে পুষ্পেন্দুর বাবা গোপাল ঘোষ জানান। বড় হয়ে পুষ্পেন্দু, ডাক্তার হতে চায়।

মাধ্যমিকে একাদশ স্থানে কাকদ্বীপের পুষ্পেন্দু

এ বিষয়ে মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন হাই স্কুলের প্রিন্সিপাল দূরত্ব মহারাজ জানান, পুষ্পেন্দু পড়াশোনায় ভালো।
এছাড়া আয়ুষ মণ্ডল মাধ্যমিকে ৬৮১ এবং নামে দা হাসান ৬৭৯ নম্বর পেয়েছে।

মাধ্যমিকে একাদশ স্থানে কাকদ্বীপের পুষ্পেন্দু

তবে ছাত্র-ছাত্রীদের অধ্যাবসায় এবং শিক্ষকদের তত্ত্বাবধানে ওরা ভালো ফল করেছে। আগামী দিনে ওরা যাতে ভালো রেজাল্ট করে, সেই আশীর্বাদ মহারাজ করছেন বলে সংবাদ মাধ্যমকে জানান।

Most Popular

error: Content is protected !!