Saturday, April 27, 2024
spot_img
Homeজেলানামখানার বাড়িতে সান্টুর মরদেহ পৌঁছতেই, বিক্ষোভ গ্রামবাসীদের

নামখানার বাড়িতে সান্টুর মরদেহ পৌঁছতেই, বিক্ষোভ গ্রামবাসীদের

রবীন্দ্রনাথ মন্ডল, নামখানা : গুজরাটের সুরাত থেকে নামখানার পাতিবুনিয়ায় নিজের বাড়িতে সান্টুর মরদেহ পৌঁছতেই উত্তাল হয়ে উঠল এলাকা। ঠিকাদার শেখ সালেহানের বাড়ির সামনে মরদেহ রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এমনকি ঠিকাদারের বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় নামখানা ও ফ্রেজারগঞ্জ থানার পুলিস।

নামখানার বাড়িতে সান্টুর মরদেহ পৌঁছতেই, বিক্ষোভ গ্রামবাসীদের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত আড়াই মাস আগে ঠিকাদার শেখ সালেহানের সঙ্গে যোগাযোগ করে গুজরাটের সুরাতে কাজে গিয়েছিলেন পাতিবুনিয়ার বাসিন্দা সান্টু পাত্র (২৫)। তিনি ওখানে টাওয়ারের কাজ করতেন। গত রবিবার সুরাতের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, তাঁকে মেরে ফেলা হয়েছে।

নামখানার বাড়িতে সান্টুর মরদেহ পৌঁছতেই, বিক্ষোভ গ্রামবাসীদের

এ বিষয়ে সান্টুর স্ত্রী প্রিয়াংকা পাত্র বলেন, তার স্বামীর মাথায় লোহার রড দিয়ে মেরে খুন করা হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, শ্রমিক ঠিকাদার শেখ সালেহানের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি কোনভাবেই সান্টুর পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি। এমনকি কোন সহযোগিতাও করেননি।

নামখানার বাড়িতে সান্টুর মরদেহ পৌঁছতেই, বিক্ষোভ গ্রামবাসীদের

বুধবার সকালে গ্রামের বাড়িতে সান্টুর মৃতদেহ পৌঁছতেই বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। ক্ষিপ্ত গ্রামবাসীরা সালেহানের বাড়ি ভাঙচুর করে বলেও অভিযোগ।খবর পেয়ে ঘটনাস্থলে যায় নামখানা থানার বিশাল পুলিস বাহিনী। কিন্তু পুলিস ঘটনাস্থলে পৌঁছতেই গ্রামবাসীরা বিক্ষোভ দেখান।

নামখানার বাড়িতে সান্টুর মরদেহ পৌঁছতেই, বিক্ষোভ গ্রামবাসীদের

এমনকি গ্রামবাসীদের সঙ্গে পুলিস বচসায় জড়িয়ে পড়ে। এরপরই ঘটনাস্থল থেকে পুলিশ বাহিনী বেরিয়ে যেতে বাধ্য হয়। পরে নামখানা ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।সান্টুর পরিবারের দাবি, এই ঘটনার তদন্ত করতে হবে।

নামখানার বাড়িতে সান্টুর মরদেহ পৌঁছতেই, বিক্ষোভ গ্রামবাসীদের

মৃত্যুর আসল কারণ সামনে এনে দোষীদের শাস্তি দিতে হবে। পুলিস সূত্রে জানা গিয়েছে, সুরাতের হাসপাতালে সান্টুর ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই তাঁর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Most Popular