Saturday, April 27, 2024
spot_img
Homeজেলাক্যানিংয়ে নেতাজি জয়ন্তীতে রূপকথার হাটে দুঃস্থদের বিনামূল্যে নানা সামগ্রী

ক্যানিংয়ে নেতাজি জয়ন্তীতে রূপকথার হাটে দুঃস্থদের বিনামূল্যে নানা সামগ্রী

বান্টি মুখার্জি, ক্যানিং: স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মঙ্গলবার ১২৭ তম নেতাজি জন্মজয়ন্তী পালিত হল ক্যানিংয়ের তালদি পঞ্চায়েতের আন্ধারিয়া গ্রামে।প্রদীপ প্রজ্জ্বলন ও নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। নেতাজির আদর্শ ও জীবনী জনসমকক্ষে বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেন বিশিষ্টরা।

ক্যানিংয়ে নেতাজি জয়ন্তীতে রূপকথার হাটে দুঃস্থদের বিনামূল্যে নানা সামগ্রী

এরপর স্বেচ্ছাসেবী সংস্থা ‘ছায়াতট’-এর উদ্যোগে অনুষ্ঠান প্রাঙ্গণে খোলা হয় একটি বড় মাপের দোকান, যার নাম দেওয়া হয় ‘রূপকথার হাট’। দোকানে খাতা, কলম, শীতের কম্বল, শাড়ি, জামাকাপড়ের পসরা সাজানো ছিল। সেখানে একে একে দরিদ্র অসহায় ছাত্রছাত্রী, বৃদ্ধ, বৃদ্ধার একে একে নিজেদের জিনিস সংগ্রহ করেন বিনামূল্যে।

ক্যানিংয়ে নেতাজি জয়ন্তীতে রূপকথার হাটে দুঃস্থদের বিনামূল্যে নানা সামগ্রী

কয়েক হাজার মানুষ এই পরিষেবা গ্রহণ করেন। নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে রূপকথার হাট থেকে বিনামূল্যে বিভিন্ন সামগ্রী পেয়ে খুশি সুভদ্রা সাঁফুই, শ্রীমতী হালদার, রোহন মণ্ডল, সুলেখা শিকারি, হজরত গাজিরা।কেন এমন রুপকথার হাট? ছায়াতটের সদস্য রাম দেবনাথ বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।

ক্যানিংয়ে নেতাজি জয়ন্তীতে রূপকথার হাটে দুঃস্থদের বিনামূল্যে নানা সামগ্রী

তাঁর সেই অমূল্য বাণী পাথেয় করে আমাদের ‘ছায়াতট’-এর পথচলা শুরু হয়েছিল। দরিদ্র মানুষের পাশে যাতে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দাঁড়াতে পারি, তার জন্য অন্যান্য বছরের ন্যায় নেতাজির জন্মদিনেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Most Popular