Sunday, May 5, 2024
spot_img
Homeরাজ্য২০২৫ সালের মধ্যেই দেশ থেকে সংরক্ষণ তুলে দেবে বিজেপি, চাঞ্চল্যকর দাবি তেলেঙ্গানার...

২০২৫ সালের মধ্যেই দেশ থেকে সংরক্ষণ তুলে দেবে বিজেপি, চাঞ্চল্যকর দাবি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

ক্ষমতায় এলে ২০২৫ সালের মধ্যেই দেশ থেকে সংরক্ষণ তুলে দেবে গেরুয়া শিবির, এমনই চাঞ্চল্যকর দাবি করলেন কংগ্রেস নেতা তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।বৃহস্পতিবার দলের প্রচার সভায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত দাবি করেন, ২০২৫ সালে বিজেপির আদর্শগত মেন্টর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূরণ হবে।

২০২৫ সালের মধ্যেই দেশ থেকে সংরক্ষণ তুলে দেবে বিজেপি, চাঞ্চল্যকর দাবি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

সেই উপলক্ষে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের যাবতীয় সংরক্ষণ মুছে ফেলার ছক কষেছে বিজেপি। আরএসএস এবং বিজেপি নেতারা বহুবার সংরক্ষণ নিয়ে মন্তব্য করেছেন। এর থেকে তাঁদের উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায় বলেও দাবি করেছেন কংগ্রেস নেতা।রেবন্ত মনে করিয়ে দেন,

২০২৫ সালের মধ্যেই দেশ থেকে সংরক্ষণ তুলে দেবে বিজেপি, চাঞ্চল্যকর দাবি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

আগেও বিজেপি অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণের প্রস্তাব করা মণ্ডল কমিশনের রিপোর্ট বাস্তবায়নে বাধা দিয়েছিল। এমনকী তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী দাবি করেন, ‘আব কি বার ৪০০ পার’ স্লোগানের পিছনেও রয়েছে সংরক্ষণ বাতিলের সংকল্প। আগামী লোকসভা ভোটে ওরা ৪০০ বা তার বেশি আসন পেলে দেশে থেকে সংরক্ষণ তুলে দেবে শাসক দল।

Most Popular