Sunday, May 5, 2024
spot_img
Homeদেশনির্বাচন চলাকালীনই বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস নেতা

নির্বাচন চলাকালীনই বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস নেতা

২০২২ সালের ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছিলেন মাইসুরুর ডঃ শুশ্রুত গৌড়া। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত গোটা যাত্রায় পা মিলিয়েছিলেন রাহুল গান্ধীর সঙ্গে। কিন্তু লোকসভা নির্বাচন চলাকালীনই দলত্যাগের সিদ্ধান্ত নিলেন শুশ্রুত। বৃহস্পতিবার তিনি যোগ দিলেন বিজেপিতে। তাঁকে দলে স্বাগত জানান কর্নাটক বিজেপির ইলেকশন-ইন-চার্জ রাধামোহন দাস।

নির্বাচন চলাকালীনই বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস নেতা

শুশ্রুতের কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর জে পি নাড্ডার আদর্শে অনুপ্রাণিত হয়েছেন তিনি। বিজেপিতে যোগ দেওয়ার পরে শুশ্রুত বলেন, “আমি মানুষের সেবা করতে চাই। তাই আমার মনে হয় এই লক্ষ্য পূরণের জন্য আদর্শ দল হল বিজেপি। কারণ বিজেপিতে সঠিক নেতৃত্ব রয়েছে।

নির্বাচন চলাকালীনই বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস নেতা

তাছাড়া মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও এগিয়ে রয়েছে বিজেপিই।” তবে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার আগে কংগ্রেসকে তোপ দেগেছেন শুশ্রুত। তাঁর কথায়, সমাজের মধ্যে ভাঙন ধরাতে চাইছে কংগ্রেস। জাতপাতের ভিত্তিতে নোংরা রাজনীতি করছে।

নির্বাচন চলাকালীনই বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস নেতা

তবে শুশ্রুতের দল ছাড়া নিয়ে একেবারেই ভাবিত নয় কংগ্রেস। কর্নাটক প্রদেশ কংগ্রেস সভাপতি এইচ এ ভেঙ্কটেশ বলেন, “দলে একেবারেই সক্রিয় ছিলেন না শুশ্রুত। তিনি দল ছাড়লেও নির্বাচনে কোনও প্রভাব পড়বে না।”

Most Popular