Monday, May 6, 2024
spot_img
Homeজেলাবারুইপুরের রামনগরে পানীয় জলের তীব্র সংকট

বারুইপুরের রামনগরে পানীয় জলের তীব্র সংকট

বিশ্ব সমাচার, বারুইপুর: জলের অপর নাম জীবন। সেই জল আনতে গেলে অনেক সময় গ্রামবাসীদের মধ্যে হাতাহাতিও বেধে যায়। কিন্তু তা সত্ত্বেও জল নিতে হবে। জল নিতে হয় একটা ছোট্ট গর্ত থেকে। এমনই দৃশ্য দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খাঁ পাড়া এলাকায়।

বারুইপুরের রামনগরে পানীয় জলের তীব্র সংকট

খাঁ পাড়া, নস্কর পাড়া, সরদার পাড়া, তাঁতী পাড়ার গ্রামবাসীরা পানীয় জল নিতে আসেন খাঁ পাড়া থেকে। প্রায় ৪০০ মানুষ পানীয় জলের সমস্যার মধ্যে আছে। রাস্তার ধারে ছোট্ট একটি গর্ত থেকে মগে করে জল কাটিয়ে পাত্র ভর্তি করতে হয়।
স্থানীয় বাসিন্দারের সঙ্গে কথা বলে জানা যায়, একটা মাত্র টাইম কল ছিল।

বারুইপুরের রামনগরে পানীয় জলের তীব্র সংকট

তাও খারাপ হয়ে গেছে প্রায় এক-দেড় বছর আগে। সেই টাইম কলের লাইন রাস্তার পাশ দিয়ে গিয়েছে। সেই জলের পাইপ লিক হওয়ার দরুন ছোট্ট একটি গর্ত করে সেখান থেকে রান্নার জন্য পানীয় জল নিয়ে যেতে হচ্ছে গ্রামবাসীদের। এলাকায় দু’-একটা হাজার ফুটের কল আছে। তাও খারাপ।

বারুইপুরের রামনগরে পানীয় জলের তীব্র সংকট

বারুইপুর পঞ্চায়েত সমিতির শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ রফিক সাঁপুই জানান, জলের সমস্যা আছে। সমাধান করার চেষ্টা হচ্ছে। যদিও এলাকার প্রত্যেক জায়গায় জলের পাইপ পৌঁছে গেছে। বাড়িতে জলের কল ঢুকে গেছে। লোকসভা ভোট হয়ে যাওয়ার পর প্রত্যেকের বাড়িতেই পানীয় জলের ব্যবস্থা হয়ে যাবে।

বারুইপুরের রামনগরে পানীয় জলের তীব্র সংকট

তিনি কথা দিয়েছেন, যদি স্থানীয় বাসিন্দারা রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে জলের জন্য আবেদন করেন, তাহলে আগামীকাল বা পরশু থেকেই পানীয় জলের গাড়ি ঢুকবে এলাকায়।

Most Popular