Tuesday, May 14, 2024
spot_img
Homeজেলাপ্রায় ৫ বছর বেহাল অবস্থায় রয়েছে পিচের রাস্তা, ঘটছে দুর্ঘটনা, ক্ষোভ নামখানার...

প্রায় ৫ বছর বেহাল অবস্থায় রয়েছে পিচের রাস্তা, ঘটছে দুর্ঘটনা, ক্ষোভ নামখানার গ্রামবাসীদের

রবীন্দ্রনাথ মন্ডল, নামখানা : দীর্ঘ প্রায় পাঁচ বছরেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় রয়েছে নামখানার হাসপাতাল মোড় থেকে হরিপুর খেয়াঘাট পর্যন্ত পিচের রাস্তা। রাস্তাটির বেশিরভাগ অংশ খানাখন্দে ভরে গিয়েছে। কোথাও আবার পিচের নিশানা পর্যন্ত নেই।

প্রায় ৫ বছর বেহাল অবস্থায় রয়েছে পিচের রাস্তা, ঘটছে দুর্ঘটনা, ক্ষোভ নামখানার গ্রামবাসীদের

স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, প্রায় সময় এই রাস্তায় ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিকে জানিয়েও কোন সুরাহা হয়নি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের মাধ্যমে হাসপাতাল মোড় থেকে হরিপুর খেয়া ঘাট পর্যন্ত পিচের রাস্তাটি তৈরি করা হয়েছিল।

প্রায় ৫ বছর বেহাল অবস্থায় রয়েছে পিচের রাস্তা, ঘটছে দুর্ঘটনা, ক্ষোভ নামখানার গ্রামবাসীদের

তৈরি করার পর থেকে আজও পর্যন্ত রাস্তাটি কোন দিন মেরামত করা হয়নি। এই ১১ কিলোমিটার রাস্তার বেশিরভাগ অংশই বেহাল হয়ে গিয়েছে। তবে ১১ কিলোমিটার রাস্তার মধ্যে ৪ কিলোমিটার রাস্তা খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে। এই ৪ কিলোমিটার রাস্তার কোথাও পিচের দেখা নেই। বড় বড় গর্ত ও খোয়া ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

প্রায় ৫ বছর বেহাল অবস্থায় রয়েছে পিচের রাস্তা, ঘটছে দুর্ঘটনা, ক্ষোভ নামখানার গ্রামবাসীদের

এই রাস্তার পাশেই একটি প্রাথমিক বিদ্যালয় ও হাইস্কুল রয়েছে। সেই কারণে প্রতিদিন কয়েকশ ছাত্রছাত্রী এই রাস্তা দিয়েই যাতায়াত করে। এছাড়াও এই রাস্তা দিয়ে উত্তর ও দক্ষিণ চন্দনপিড়ির কয়েক হাজার বাসিন্দা প্রতিদিন যাতায়াত করেন।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা শিবশঙ্কর বেরা জানান, রাস্তাটি দিয়ে সাইকেল চালানো তো দূরের কথা, ঠিকঠাক হাঁটাই যায় না।

প্রায় ৫ বছর বেহাল অবস্থায় রয়েছে পিচের রাস্তা, ঘটছে দুর্ঘটনা, ক্ষোভ নামখানার গ্রামবাসীদের

ছাত্র-ছাত্রীরা প্রায় সময় সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার সময় পড়ে গিয়ে চোট পায়। রাত্রিবেলা এই সমস্যা আরও বাড়ে। গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে, তাকে নিয়ে হাসপাতালে যেতেও খুব সমস্যা তৈরি হয়। বিশেষত প্রসূতিদের হাসপাতালে নিয়ে যেতে গ্রামবাসীদের খুবই সমস্যায় পড়তে হয়।

প্রায় ৫ বছর বেহাল অবস্থায় রয়েছে পিচের রাস্তা, ঘটছে দুর্ঘটনা, ক্ষোভ নামখানার গ্রামবাসীদের

হরিপুর গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামোর সঞ্চালক অতনু দাস বলেন, “খুব শীঘ্রই পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই ১১ কিলোমিটার রাস্তাটি পুনরায় তৈরি করা হবে। কাজের ডিপিআর হয়ে গিয়েছে।”

Most Popular