Friday, May 3, 2024
spot_img
Homeজেলাবারুইপুর হাসপাতালে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে সরানো হল রোগীদের

বারুইপুর হাসপাতালে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে সরানো হল রোগীদের

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: তীব্র দাবদাহে সাধারণ মানুষের জীবন নাজেহাল। বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আর বারুইপুর মহকুমা হাসপাতালে রোগীর সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। অসুস্থ রোগীদের কথা মাথায় রেখে প্রবল গরমে আপাতত পুরুষদের ওয়ার্ডে শীততাপ নিয়ন্ত্রিত ওয়ার্ডের ব্যবস্থা করল বারুইপুর মহকুমা হাসপাতালে।

বারুইপুর হাসপাতালে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে সরানো হল রোগীদের

হাসপাতাল সূত্রের খবর, বর্তমানে পুরুষ ওয়ার্ডে প্রায় ৩৪ জন রোগী ভর্তি রয়েছেন। কিন্তু পুরুষ ওয়ার্ডটি শীততাপ নিয়ন্ত্রিত না হওয়ায় ভর্তি থাকা রোগীরা খুবই কষ্ট পাচ্ছিলেন। কিছু ক্ষেত্রে চিকিৎসাও ব্যাহত হচ্ছিল। রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের দাবি, প্রবল গরমে ওই ওয়ার্ডে থাকতে খুবই সমস্যায় পড়তে হচ্ছিল।

বারুইপুর হাসপাতালে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে সরানো হল রোগীদের

এমনকী একটু স্বস্তির জন্য বাড়ি থেকে পাখাও নিয়ে এসেছিলেন কেউ কেউ।এই অসুবিধার কথা ভেবেই সোমবার পুরুষ ওয়ার্ডে ভর্তি রোগীদের হাসপাতালের শীতাতপ নিয়ন্ত্রিত অন্য একটি ঘরে স্থানান্তরিত করা হয়। হাসপাতালের সিদ্ধান্তে খুশি রোগী ও তাঁদের আত্মীয়রা।

বারুইপুর হাসপাতালে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে সরানো হল রোগীদের

পুরুষ ওয়ার্ডের ইনচার্জের সঙ্গে কথা বলে জানা যায়, অত্যধিক গরমের জন্য রোগীদের পরিষেবা দিতে কিছুটা ব্যহত হচ্ছিল। শীততাপ নিয়ন্ত্রিত ওয়ার্ড হওয়ার পর রোগীদের পরিষেবা অনেকটাই ভালো দেওয়া যাবে। এতে করে রোগীরাও তাড়াতাড়ি সুস্থ হবে বলে তিনি মনে করেন।

Most Popular