Saturday, May 4, 2024
spot_img
Homeদেশ'দলের উপর ক্রুদ্ধ দেশ, পাপের শাস্তি পাচ্ছে কংগ্রেস', নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেসকে...

‘দলের উপর ক্রুদ্ধ দেশ, পাপের শাস্তি পাচ্ছে কংগ্রেস’, নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেসকে তোপ মোদির

কংগ্রেস দলের উপর ক্রুদ্ধ গোটা দেশ। নিজেদের পাপের শাস্তি পাচ্ছে কংগ্রেস দল। রাজস্থানের নির্বাচনী প্রচারে গিয়ে শতাব্দী প্রাচীন দলকে এইভাবেই আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।পাশাপাশি তাঁর দাবি, একটা সময়ে ৪০০ আসন জেতা কংগ্রেস আজ ৩০০ আসনে প্রার্থী দিতে ব্যর্থ।রবিবার রাজস্থানের ঝালোর জেলায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

'দলের উপর ক্রুদ্ধ দেশ, পাপের শাস্তি পাচ্ছে কংগ্রেস', নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেসকে তোপ মোদির

সেখানেই নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী বলেন, “প্রথম দফার নির্বাচনে অর্ধেক রাজস্থান কংগ্রেসকে শাস্তি দিয়েছে। গোটা রাজস্থানবাসী দেশভক্ত। তাঁরা জানেন কংগ্রেস দলটা কখনও দেশকে শক্তিশালী করতে পারবে না।” হাত শিবিরকে আক্রমণ শানাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালের আগে ভারত যে অবস্থায় ছিল দেশবাসী এখন সেটা চায় না।

'দলের উপর ক্রুদ্ধ দেশ, পাপের শাস্তি পাচ্ছে কংগ্রেস', নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেসকে তোপ মোদির

কংগ্রেস পরিবারবাদ ও দুর্নীতির উইপোকা ছড়িয়ে দেশকে ফাঁকা করে দিয়েছে। আজ গোটা দেশ কংগ্রেসের উপর ক্ষুব্ধ এবং তাদেরকে পাপের শাস্তি দিচ্ছে। একটা সময় যে দল ৪০০ আসন জিতেছিল আজ তারা ৩০০ আসনে প্রার্থী দিতে অক্ষম।” উল্লেখ্য, রাজস্থানের ২৫ লোকসভা আসনের মধ্যে গত ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচনে এখানে ১২ আসনে নির্বাচন সম্পন্ন হয়।

'দলের উপর ক্রুদ্ধ দেশ, পাপের শাস্তি পাচ্ছে কংগ্রেস', নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেসকে তোপ মোদির

আগামী ২৬ এপ্রিল বাকি আসনে হবে ভোট গ্রহণ। দ্বিতীয় দফার নির্বাচনকে মাথায় রেখে রাজস্থানে জোরকদমে প্রচার শুরু করছেন মোদি।

Most Popular