Thursday, May 2, 2024
spot_img
Homeখেলাধোনির অবসরের পরে ভারতীয় ক্রিকেট খুব বেশি এগোয়নি, বরং মহিলারা অনেক...

ধোনির অবসরের পরে ভারতীয় ক্রিকেট খুব বেশি এগোয়নি, বরং মহিলারা অনেক উন্নতি করেছে, দাবি সৌরভের

ধোনির অবসরের পরে কোহলি ও রোহিত শর্মার নেতৃত্বে ভারতের পুরুষদের ক্রিকেট খুব একটা বেশি এগোয়নি, এমনটাই জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন, গত চার বছরে পুরুষদের তুলনায় ভারতের মহিলাদের ক্রিকেট অনেক বেশি উন্নতি করেছে।

ধোনির অবসরের পরে ভারতীয় ক্রিকেট খুব বেশি এগোয়নি, বরং মহিলারা অনেক উন্নতি করেছে, দাবি সৌরভের

সৌরভ বলেন, ‘‘২০১৯ সাল থেকে ভারতের মহিলাদের ক্রিকেট যা উন্নতি করেছে তা বোধ হয় পুরুষদের থেকেও বেশি। পুরুষদের দল আগে থেকেই ভাল ছিল। কিন্তু মহিলাদের দল যে অবস্থায় ছিল সেখান থেকে অনেক উন্নত হয়েছে। ওরা এশিয়া কাপ জিতেছে। বিশ্বকাপ ও কমনওয়েলথ গেমস খেলেছে।’’

ধোনির অবসরের পরে ভারতীয় ক্রিকেট খুব বেশি এগোয়নি, বরং মহিলারা অনেক উন্নতি করেছে, দাবি সৌরভের

হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ, জেমাইমা রদ্রিগেজ়, শেফালি বর্মার মতো ক্রিকেটারদের প্রশংসা করেছেন সৌরভ। সেই সঙ্গে তিনি বিশেষ ভাবে নাম করেছেন পেসার রেণুকা ঠাকুরের। সৌরভ বলেন, ‘‘যখন ঝুলন অবসর নিল, ভেবেছিলাম পরের পেস বোলার কবে আসবে? কিন্তু গত তিন বছরে রেণুকা যে ভাবে উঠে এসেছে তা অসাধারণ।

ধোনির অবসরের পরে ভারতীয় ক্রিকেট খুব বেশি এগোয়নি, বরং মহিলারা অনেক উন্নতি করেছে, দাবি সৌরভের

এটাই ভারতের মহিলা ক্রিকেটকে আরও উঁচুতে নিয়ে যাচ্ছে।’’ গত কয়েক বছরে ভারতের মহিলা ক্রিকেট দল বেশ কয়েকটি প্রতিযোগিতায় ভাল ফল করেছে।সৌরভ যখন বোর্ড সভাপতি ছিলেন সেই সময়ই মহিলাদের ক্রিকেটের এই উন্নতির কথা আরও একবার মনে করিয়ে দিলেন তিনি।

Most Popular