Saturday, May 4, 2024
spot_img
Homeখেলা৬ ওভারে ১২৫, টি-টোয়েন্টির ইতিহাসে পাওয়ার প্লে'তে সর্বোচ্চ রান তুলল হায়দরাবাদ

৬ ওভারে ১২৫, টি-টোয়েন্টির ইতিহাসে পাওয়ার প্লে’তে সর্বোচ্চ রান তুলল হায়দরাবাদ

ছয় ওভারে ১২৫ রান বা ৩৬ বলে ১২৫ রান! দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পাওয়ার প্লে’তে ঠিক সেই রানটাই তুলল সানরাইজার্স হায়দরাবাদ। শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে হেরে দিল্লির বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লে’র শেষে সানরাইজার্সের স্কোর দাঁড়িয়েছে বিনা উইকেটে ১২৫ রান।

৬ ওভারে ১২৫, টি-টোয়েন্টির ইতিহাসে পাওয়ার প্লে'তে সর্বোচ্চ রান তুলল হায়দরাবাদ

যা টি-টোয়েন্টির ক্রিকেট ইতিহাসে পাওয়ার প্লে’তে সর্বোচ্চ রান। ভেঙে গেল নটিংহ্যামশায়ারের রেকর্ড। যে দল টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম ছয় ওভারে বিনা উইকেটে ১০৬ রান তুলেছিল।আর টি-টোয়েন্টি ইতিহাসে যে সানরাইজার্সের নাম উঠে গেল, সেটা সম্ভব হয়েছে দুই বাঁ-হাতি ব্যাটার ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মার সৌজন্যে।

৬ ওভারে ১২৫, টি-টোয়েন্টির ইতিহাসে পাওয়ার প্লে'তে সর্বোচ্চ রান তুলল হায়দরাবাদ

হেড তো যেন ঠিক করে নিয়েছেন যে জার্সিতে ছিঁটেফোটা নীল দেখলেই যেন ছিঁড়ে খাবেন।এদিন দিল্লিতে প্রথম ছয় ওভারে ২৬টি বল খেলে ৮৪ রান করেছেন অস্ট্রেলিয়ার তারকা। পিছিয়ে নেই ভারতীয় অভিষেকও। তিনি ১০ বলে ৪০ রানে খেলছেন। অর্থাৎ হেডের স্ট্রাইক রেট হল ৩২৩.০৭। আর অভিষেকের স্ট্রাইক রেট ৪০০।

Most Popular