Friday, May 3, 2024
spot_img
Homeদেশ'মানুষ রেকর্ড সংখ্যায় এনডিএ-কে ভোট দিচ্ছে', প্রথম দফার পর দাবি মোদির

‘মানুষ রেকর্ড সংখ্যায় এনডিএ-কে ভোট দিচ্ছে’, প্রথম দফার পর দাবি মোদির

অভিষেক প্রধান : শুক্রবার শেষ হয়েছে 2024 সালের লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু সহ সারা দেশের 21টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 102টি আসনে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। প্রথম দফার নির্বাচন শেষ হওয়ার পর জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

'মানুষ রেকর্ড সংখ্যায় এনডিএ-কে ভোট দিচ্ছে', প্রথম দফার পর দাবি মোদির

মোদির দাবি, যে সারা ভারতে মানুষ রেকর্ড সংখ্যায় এনডিএ-কে ভোট দিচ্ছে।এক্স হ্যান্ডলে মোদি লিখেছেন, “প্রথম পর্যায়, অসাধারণ সাড়া! যারা আজ ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আজকের ভোটে আমরা চমৎকার সাড়া পাচ্ছি। এটা স্পষ্ট যে সারা ভারতে মানুষ রেকর্ড সংখ্যায় এনডিএ-কে ভোট দিচ্ছে।”

'মানুষ রেকর্ড সংখ্যায় এনডিএ-কে ভোট দিচ্ছে', প্রথম দফার পর দাবি মোদির

পাশাপাশি বিজেপি সাংসদ এবং দলের জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেছেন যে দেশের জনগণ প্রধানমন্ত্রী মোদির পক্ষে একতাবদ্ধ বলে মনে হচ্ছে নির্বাচনের প্রথম পর্বে এবং একটি তরঙ্গ অবশ্যই দৃশ্যমান। রাহুলকে নিশানা করে তিনি আরও বলেন, যে রাহুল গান্ধী আমেঠি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস সঞ্চয় করতে পারছেন না।

'মানুষ রেকর্ড সংখ্যায় এনডিএ-কে ভোট দিচ্ছে', প্রথম দফার পর দাবি মোদির

ভোটের প্রবণতা প্রধানমন্ত্রী মোদীর পক্ষে শক্তিশালী এবং সিদ্ধান্তমূলক বলে মনে হচ্ছে।ত্রিবেদীর দাবি, যে বিজেপি এবার বড় লাফ দিতে চলেছে এবং গতবারের চেয়ে বেশি আসন জিতছে।প্রসঙ্গত, শুক্রবার উত্তরবঙ্গের তিন জেলায় ভোট হয়েছে। তৃণমূলের দাবি, তিনটি কেন্দ্রেই জয়ী হবে ঘাসফুল শিবির।

'মানুষ রেকর্ড সংখ্যায় এনডিএ-কে ভোট দিচ্ছে', প্রথম দফার পর দাবি মোদির

এমনকী তারা বিজয় মিছিলও বের করেছে।এবার উলটো দাবি করতে দেখা গেল মোদিকে।৪ জুন ভোটের ফলাফলের দিনই সামনে আসবে প্রকৃত ফলাফল। তার আগে নেতানেত্রীদের গুঞ্জন, দাবি-পালটা দাবিতে ক্রমেই চড়ছে দেশের রাজনৈতিক পারদ।

Most Popular