Saturday, May 4, 2024
spot_img
Homeরাজ্যবুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা, হবে হালকা বৃষ্টিও

বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা, হবে হালকা বৃষ্টিও

কমছে না অস্বস্তি। তীব্র তাপপ্রবাহে নাজেহাল বঙ্গবাসী।শুক্রবারের পর শনিবারও প্রবল গরমে জেরবার দক্ষিণবঙ্গবাসী।হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। কলকাতা লাগোয়া একাধিক জায়গায় পারদ ৪২ ডিগ্রি স্পর্শ করতে পারে। দক্ষিণবঙ্গে বাঁকুড়া জেলায় সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে তাপমাত্রা।

বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা, হবে হালকা বৃষ্টিও

তবে সোম-মঙ্গলে তাপমাত্রা সামান্যই কমতে পারে। কিন্তু এতে অস্বস্তি থেকে মুক্তি মেলার কোনও সম্ভাবনা নেই। তবে সোম-মঙ্গলে দক্ষিণের তিনটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ও ঝাড়গ্রামে। বাকি দক্ষিণবঙ্গ শুকনো থাকার সম্ভাবনাই বেশি। তবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে মঙ্গলবার।

বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা, হবে হালকা বৃষ্টিও

তাপপ্রবাহ থাকলেও অন্যদিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা থাকছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে। তার সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে, যার সর্ব্বোচ গতিবেগ থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। উত্তরবঙ্গের দিকের ৫ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Most Popular