Saturday, May 4, 2024
spot_img
Homeরাজ্য‘‌তিন কেন্দ্রে বাংলার মা–বোনেরা সার্জিক্যাল স্ট্রাইক করেছেন’‌: অভিষেক

‘‌তিন কেন্দ্রে বাংলার মা–বোনেরা সার্জিক্যাল স্ট্রাইক করেছেন’‌: অভিষেক

লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছে। প্রথম দফা পেরিয়ে পরের সপ্তাহে দ্বিতীয় দফা ভোট রাজ্যের ৩ কেন্দ্রে। তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের রায়গঞ্জ লোকসভা আসনটি। সেখানকার তৃণমূল প্রার্থী বিজেপি থেকে দলবদলকারী প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তাঁর সমর্থনে শনিবার গোয়ালপোখরে সভা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

‘‌তিন কেন্দ্রে বাংলার মা–বোনেরা সার্জিক্যাল স্ট্রাইক করেছেন’‌: অভিষেক

আর এখান থেকেই অভিষেক জানান, রায়গঞ্জ লোকসভা আসনে দলীয় প্রার্থী জিতলে জুন মাসে এসে বিজয় মিছিল করবেন। তবে তিনটি আসনে প্রথম দফায় ভোট হয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। সেখানে ২০১৯ সালে জিতেছিলেন বিজেপি প্রার্থীরা। তবে অভিষেকের দাবি, ‘‌আমি আপনাদের বলছি, কাল উত্তরবঙ্গের তিনটি আসনে নির্বাচন ছিল।

‘‌তিন কেন্দ্রে বাংলার মা–বোনেরা সার্জিক্যাল স্ট্রাইক করেছেন’‌: অভিষেক

বাংলা বিরোধীদের ঘরে কাল আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির মা, বোন, ভাইরা সার্জিক্যাল স্ট্রাইক করেছে। এবার তিনটে আসনেই জিতবে তৃণমূল কংগ্রেস। ৬ তারিখ আপনাদের সময়। তাই যে যে ভাষায় শিখবে, তাঁকে সেই ভাষায় শিক্ষা দিন। তিন লক্ষ ভোটে আমাদের জেতান। ৪ তারিখ ফল ঘোষণা। জুন মাসে এখানে আসব। আপনাদের সঙ্গে উদযাপন করব।

‘‌তিন কেন্দ্রে বাংলার মা–বোনেরা সার্জিক্যাল স্ট্রাইক করেছেন’‌: অভিষেক

কাঁধে কাঁধ মিলিয়ে বিজয় মিছিল করব। কথা দিলাম।’‌ অন্যদিকে বিজেপিকে তুলোধনা করেন অভিষেক। মানুষকে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিতে আহ্বান করেন। বিজেপি জিতলে আর ভোট করতে দেবে না বলে জানান তিনি। অভিষেকের বক্তব্য, ‘‌আমাদের কম ভয় দেখায়নি। ইডি, সিবিআই থেকে শুরু করে ঘর, পরিবার, মা–বাবা, বাচ্চা কাউকে ছাড়েনি। তবু মাথা উঁচু করে লড়ছি।

‘‌তিন কেন্দ্রে বাংলার মা–বোনেরা সার্জিক্যাল স্ট্রাইক করেছেন’‌: অভিষেক

দিল্লির কুকুর হয়ে থাকার থেকে বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে বাঁচব। ২৬ তারিখ মাথা উঁচু করে ভোট দিন। আমাদের প্রার্থী জেতার পর আপনাদের সেবা করবেন। কথা দিলাম। জানি না, শেষে বিজেপি নির্বাচনে জিতে গেলে এঁরা আর ভোট করতে দেবে কিনা। আপনার অধিকার বোঝার জন্য ২৬ তারিখ সুযোগ মিলবে।’‌

‘‌তিন কেন্দ্রে বাংলার মা–বোনেরা সার্জিক্যাল স্ট্রাইক করেছেন’‌: অভিষেক

তাই গরম পড়লেও ভোট দিতে যেতে বললেন অভিষেক।অভিষেক আরও বলেন, ‘দিল্লিতে ভূমিকম্প চাই। যারা ভাগাভাগির কথা বলে, হিন্দুর বিরুদ্ধে মুসলমানদের লড়িয়ে দেয়, দাঙ্গা করায়, তাদের সরাতে হবে। মোদী বলেন, ৪০০ পার। আমি বলি, ওঁদের ৪৪০ ভোল্টের ঝটকা দিতে হবে।’

Most Popular