Saturday, May 4, 2024
spot_img
Homeরাজ্য‘‌কংগ্রেস ভাল করে লড়াই করুক, পুরো মদত দেব’‌, বার্তা মমতার

‘‌কংগ্রেস ভাল করে লড়াই করুক, পুরো মদত দেব’‌, বার্তা মমতার

শেষ হয়েছে প্রথম দফার ভোট। পরের দু’দফাতেও ভোট রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। ২৬ এপ্রিল ভোট রয়েছে দার্জিলিং, বালুরঘাট, রায়গঞ্জে। ৭ মে ভোট রয়েছে মালদহ উত্তর, মালদহ দক্ষিণে। এদিকে এরইমধ্যে ভোট প্রচারে ঝড় তুলতে মালদায় পা রাখলেন তৃণমূল সুুুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।শনিবার গাজোল ও মানিকচকে নির্বাচনী সভা করেন মমতা। কংগ্রেসের দুর্দিনেও মালদহ দক্ষিণ কেন্দ্রে হাত শিবিরের সাংসদ রয়েছেন।

‘‌কংগ্রেস ভাল করে লড়াই করুক, পুরো মদত দেব’‌, বার্তা মমতার

সেই এলাকায় ভোটপ্রচারে ইন্ডিয়া জোট সম্পর্কে বলতে গিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন মমতা। বলেন, “কংগ্রেস যেখানে যেখানে লড়াই করছে ভালো করে লড়াই করুক, পুরো মদত দেব। কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট কাটতে আসবে না।” এর পরই তিনি অভিযোগ করেন, “বাংলায় কংগ্রেস ও সিপিএম, বিজেপির হয়ে কাজ করছে। বিজেপি চাইছে, কংগ্রেস কিছুটা ভোট কাটুক, সিপিএম কিছুটা ভোট কাটুক, আর ওরা (বিজেপি) জিতে যাক।”

‘‌কংগ্রেস ভাল করে লড়াই করুক, পুরো মদত দেব’‌, বার্তা মমতার

এছাড়া বিজেপিকে সরাসরি কাঠগড়ায় তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে বঞ্চনা থেকে শুরু করে বিজেপির আগ্রাসী নীতির বিরুদ্ধে সওয়াল করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “একটাই নেতা থাকবে দেশে। আর তিনি বাকি দেশটাকে জেলখানায় পরিণত করবেন। আপনারাও কি তাই চান? যদি না চান, তাহলে দেশটাকে বাঁচান। বিজেপিকে ভোট দিলে জানবেন, ওরা আর নির্বাচনই হতে দেবে না।

‘‌কংগ্রেস ভাল করে লড়াই করুক, পুরো মদত দেব’‌, বার্তা মমতার

তাই ওদের ভোট দেবেন না। মা-বোনেরা দরকার হলে রান্না পরে করবেন। সকাল সকাল ভোট দিয়ে আসবেন। কারণ ভোটদান পবিত্র কর্তব্য। প্রসূনকে ভোট দিন। ও আপনাদের হয়ে সংসদে জোর গলায় কথা বলবে। আপনাদের কাজ করবে। ওদের বড় সাহস। বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। মনে রাখবেন, সাহস ভাল, কিন্তু দুঃসাহস ভাল নয়।”

‘‌কংগ্রেস ভাল করে লড়াই করুক, পুরো মদত দেব’‌, বার্তা মমতার

মমতা বলেন, “আপনারা ভয় পাবেন না, ইডি-সিবিআইকে নিয়ে ভয় পাবেন না। বিজেপি ভারতের ক্ষমতায় আসছে না।“বিজেপি বলছে ৪০০ পার করবে! কোথায় পাবে এত ভোট? বিজেপি কেরালায় ভোট পাবে না। বিজেপি তামিলনাড়ুতে ভোট পাবে না। গত বার সব ভোট পেয়ে ৩০৩ হয়েছিল। ৪০০ কী করে হবে

‘‌কংগ্রেস ভাল করে লড়াই করুক, পুরো মদত দেব’‌, বার্তা মমতার

ও রকম ওরা বলে। ২০২১ সালে বলেছিল বাংলায় ২০০ পার করবে। ১০০ পার করতে পেরেছিল? ৮০ পার করতে পেরেছিল? যে ৭৭টা পেয়েছিল, তার মধ্যে ১০ জন আমাদের সঙ্গে চলে এসেছিল। এ বারও একই অবস্থা হবে। ৪০০ পার নয়, ওরা পগার পার হবে।”

Most Popular