Saturday, May 4, 2024
spot_img
Homeরাজ্যউষ্ণতম দিনে মানবিক ছবি, গরমে অসুস্থ হয়ে পড়া ঘোড়াকে উদ্ধার রেজিস্ট্রার জেনারেলের

উষ্ণতম দিনে মানবিক ছবি, গরমে অসুস্থ হয়ে পড়া ঘোড়াকে উদ্ধার রেজিস্ট্রার জেনারেলের

শহরের উষ্ণতম দিনেই দেখা গেল শহরের মানবিক ছবি। দহন জ্বালায় নাভিশ্বাস উঠছে বঙ্গবাসীর। গরম সহ্য না করতে পেরে ময়দানে অসুস্থ হয়ে পড়ল একটা ঘোড়া। চারিদিকে ঝলসানো গরম থেকে রেহাই পেতে একটু গাছের ছায়া খুঁজেছিল সে। কিন্তু গলায় দড়ি থাকায় তার নাগাল পায়নি সে।

উষ্ণতম দিনে মানবিক ছবি, গরমে অসুস্থ হয়ে পড়া ঘোড়াকে উদ্ধার রেজিস্ট্রার জেনারেলের

অসুস্থ ঘোড়াকে সুস্থ করতে এগিয়ে এলেন অনেকেই। শেষে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল উদ্ধার করলেন ঘোড়াকে। সকালে হাইকোর্টে যাচ্ছিলেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল চৈতালি চট্টোপাধ্যায়। ময়দান এলাকায় হঠাৎ দেখতে পেলেন অসুস্থ ঘোড়াকে। এভাবে বসে থাকতে দেখে সন্দেহ হওয়ায় গাড়ি থেকে নেমে এগিয়ে এলেন।

উষ্ণতম দিনে মানবিক ছবি, গরমে অসুস্থ হয়ে পড়া ঘোড়াকে উদ্ধার রেজিস্ট্রার জেনারেলের

কী হয়েছে খোঁজখবর শুরু করলেন। বোঝা গেল তীব্র গরমেই অসুস্থ হয়ে পড়েছে ঘোড়াটি। গলায় দড়ি দিয়ে বাঁধা থাকায় ছায়ার খোঁজে বেশিদূর যেতে পারেনি সে। খোঁজ শুরু হয় মালিকের। কিন্তু, শুরুতে তাঁরও খোঁজ পাওয়া যায়নি। এদিকে ততক্ষণে রেজিস্ট্রার জেনারেলকে দেখে হাজির হয়েছে পুলিশও।

উষ্ণতম দিনে মানবিক ছবি, গরমে অসুস্থ হয়ে পড়া ঘোড়াকে উদ্ধার রেজিস্ট্রার জেনারেলের

খোঁজ-খবর নিয়ে ফোন গেল ঘোড়ার মালিকের কাছে। ততক্ষণে পুলিশ চেষ্টা করেছে তাকে জল খাইয়ে সুস্থ করার। কিন্তু পিঠে ঘা থাকায় কোনভাবেই ঘোড়াটি উঠতে পারঠিল না। অবশেষে ময়দানে এসে পৌছায় ঘোড়ার মালিক ফিরোজ। তবে তাঁর দাবি, ঘোড়া সুস্থই রয়েছে। তিনি বলেন, আমি একটা কাজে গিয়েছিলাম।

উষ্ণতম দিনে মানবিক ছবি, গরমে অসুস্থ হয়ে পড়া ঘোড়াকে উদ্ধার রেজিস্ট্রার জেনারেলের

সে কারণেই আসতে দেরি হয়েছিল। ও এমনিতে সুস্থ আছে। ওর চিকিৎসার বিশেষ প্রয়োজন নেই। অবশেষে পুলিশ ঘোড়াটিতে হাসপাতালে নিয়ে যায়। মালিককেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এই গরমে শহরের পশুদের প্রতি আর একটু মানবিক হওয়ার আবেদন জানান চৈতালী দেবী।

Most Popular