Wednesday, May 8, 2024
spot_img
HomeUncategorizedবিষ্ণুপুরে গণধর্ষণে দু'জনের আজীবন কারাদণ্ড, ফাঁসির দাবি পরিবারের

বিষ্ণুপুরে গণধর্ষণে দু’জনের আজীবন কারাদণ্ড, ফাঁসির দাবি পরিবারের

বিশ্ব সমাচার, দক্ষিণ ২৪ পরগনা: গণধর্ষণের ঘটনায় জড়িত বিষ্ণুপুরের দুই যুবককে আজীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন আলিপুর আদালতের বিচারক। ২০১৬ সালের ১৩ অক্টোবর গণধর্ষণের শিকার হন বিষ্ণুপুর থানার পালপাড়ার তরুণী। দুর্গাপুজোর বিসর্জন দেখে বাড়ি ফেরার সময় রাত ১১টা নাগাদ প্রতিবেশী যুবকদের বিরুদ্ধে তাঁকে গণধর্ষণের অভিযোগ ওঠে।

বিষ্ণুপুরে গণধর্ষণে দু'জনের আজীবন কারাদণ্ড, ফাঁসির দাবি পরিবারের

থানায় অভিযোগ দায়ের হলে অভিযুক্তরা গ্রেপ্তার হয় এবং পরে জামিনও পায়। তাদের বিরুদ্ধে জামিনে মুক্তি পেয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। হুমকি সহ্য করতে না পেরে এবং বাবা-মাকে অপমানের হাত থেকে বাঁচাতে ২২ বছরের তরুণী ২০১৬ সালের ২৬ ডিসেম্বর আত্মঘাতী হন। এতে ভেঙে পড়েন বাবা -মা, ভাই, পাড়াপ্রতিবেশী, আত্মীয়স্বজনরা।

বিষ্ণুপুরে গণধর্ষণে দু'জনের আজীবন কারাদণ্ড, ফাঁসির দাবি পরিবারের

অবশেষে বিষ্ণুপুর থানার পুলিশ গ্রেপ্তার করে সুধেন্দু পাল, কার্তিক জানাকে। আলিপুর আদালতের বিচারক দোষীদের আজীবন কারাদণ্ড দেন। এই রায়ে আংশিক খুশি মৃতার ভাই, দাদা, বৌদি এবং পরিবারের অন্যান্য সদস্যরা। তাঁরা অভিযুক্তদের ফাঁসি দাবি করেন।

Most Popular