Saturday, April 27, 2024
spot_img
Homeরাজ্যইনিংস শুরু শীতের, কমবে আরও তাপমাত্রা

ইনিংস শুরু শীতের, কমবে আরও তাপমাত্রা

স্টাফ রিপোর্টার : নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের ‘কাঁটা’য় ডিসেম্বরের শুরুর দিকে ঠান্ডা তেমন জমেনি। বরং অকালবৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। তবে বৃষ্টির দিন আপাতত শেষ। শুকনো আবহাওয়ায় দাপট বাড়ছে উত্তুরে হাওয়ার।ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঝোড়ো ব্যাটিং শুরু করছে শীত।

ইনিংস শুরু শীতের, কমবে আরও তাপমাত্রা

সোমবার এক ধাক্কায় তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে। মরসুমে এই প্রথম স্বাভাবিকের নীচে নেমেছে পারদ।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস,

ইনিংস শুরু শীতের, কমবে আরও তাপমাত্রা

যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ছিল। সোমবার এক ধাক্কায় তাপমাত্রা দুই ডিগ্রি কমে গিয়েছে।হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। তার ফলে আগামী দুদিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

ইনিংস শুরু শীতের, কমবে আরও তাপমাত্রা

আগামী দুদিনে দিনের তাপমাত্রাও কমবে বেশ খানিকটা। ঠান্ডার পাশাপাশি থাকবে কুয়াশার দাপটও। তবে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Most Popular