Monday, April 29, 2024
spot_img
Homeরাজ্যরেললাইনে উঠে আসা লরির সঙ্গে এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ

রেললাইনে উঠে আসা লরির সঙ্গে এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার : চালকের তৎপরতায় বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন রাধিকাপুর এক্সপ্রেসের যাত্রীরা।জানা গিয়েছে, রবিবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার ফরাক্কার বল্লালপুর সেতুর নীচে রেললাইনের উপর একটি বালিবোঝাই লরি চলে আসে। লরিটিকে দেখেই ট্রেনের চালক আপৎকালীন ব্রেক কষেন।

রেললাইনে উঠে আসা লরির সঙ্গে এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ

কিন্তু তাতেও সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। ভাল রকম গতিতে ছুটে চলা রাধিকাপুর এক্সপ্রেস ধাক্কা মারে বালিবোঝাই লরিতে। ট্রেনের ধাক্কায় লরিটি দুমড়েমুচড়ে যায়।সংঘর্ষ এবং হঠাৎ ব্রেক কষার কারণে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়।সংঘর্ষ এবং হঠাৎ ব্রেক কষার কারণে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়।

রেললাইনে উঠে আসা লরির সঙ্গে এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ

ইঞ্জিনের চাকাও লাইনচ্যুত হয়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন রেল দফতরের একাধিক আধিকারিক। রেল পুলিশ এবং ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনীও ঘটনাস্থলে আসে।তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ।এই দুর্ঘটনার জেরে বেশ কিছু ক্ষণ ওই লাইন দিয়ে ট্রেন চলাচল ব্যাহত হয়।

রেললাইনে উঠে আসা লরির সঙ্গে এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ

জানা গিয়েছে, এই দুর্ঘটনার জেরে প্রায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে তাঁদের কারও আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে।কীভাবে লরিটি রেললাইনের কাছে চলে এল, তা খতিয়ে দেখা হচ্ছে বলেই দাবি রেল কর্তৃপক্ষের।

Most Popular