Thursday, May 16, 2024
spot_img
Homeখেলা‘ওকে আর কেউ কিনবেই না’, অশ্বিনের ভবিষ্যত নিয়ে চিন্তিত শেহওয়াগ

‘ওকে আর কেউ কিনবেই না’, অশ্বিনের ভবিষ্যত নিয়ে চিন্তিত শেহওয়াগ

আইপিএলের পয়েন্ট টেবিলে একেবারে উপরে রয়েছে রাজস্থান রয়্যালস।যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্টদের বোলিং আক্রমণ সামলাতে হিমসিম খাচ্ছেন বিপক্ষের ব্যাটাররা। সেই তুলনায় কিছুটা অফ ফর্মে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ৮ ম্যাচে অশ্বিন পেয়েছেন মাত্র ২ উইকেট। কয়েকটি ম্যাচে ভারতীয় স্পিনারকে আগে ব্যাট করতে পাঠানো হয়েছিল।

‘ওকে আর কেউ কিনবেই না’, অশ্বিনের ভবিষ্যত নিয়ে চিন্তিত শেহওয়াগ

সেখানেও সফল হতে পারেননি অশ্বিন। সব মিলিয়ে চলতি আইপিএল তাঁর কাছে দুশ্চিন্তার হয়ে উঠছে।তাই আইপিএলে তাঁর ভবিষ্যৎ নিয়ে রীতিমত চিন্তিত প্রাক্তন ভারতীয় তারকা বীরেন্দ্র শেহওয়াগ।অশ্বিনের দুরবস্থা নিয়ে সমালোচনা করার সুযোগ ছাড়েননি শেহওয়াগ।

‘ওকে আর কেউ কিনবেই না’, অশ্বিনের ভবিষ্যত নিয়ে চিন্তিত শেহওয়াগ

তিনি বলেন, “কুলদীপ যাদব, চাহালরা উইকেট পাচ্ছে। কিন্তু অশ্বিন ভাবছে অফ স্পিন করলে মার খাব, তাই শুধু ক্যারম বল করব। ও অফ স্পিন বা দুসরা করলে উইকেট পেত। যদি ওর পরিসংখ্যান ভালো না হয়, তাহলে হয়তো পরের বছর ওকে নিলামে কেউ কিনতে চাইবে না।” আইপিএলে ব্যাটারদের শাসন নিয়েও মন্তব্য করেছিলেন অশ্বিন।

‘ওকে আর কেউ কিনবেই না’, অশ্বিনের ভবিষ্যত নিয়ে চিন্তিত শেহওয়াগ

বোলারদের জন্য উইকেট পাওয়া কঠিন হয়ে উঠছে বলেই তাঁর মত। সেই প্রসঙ্গে শেহওয়াগ বলেন, “এটা ওর নিজস্ব মানসিকতা। হয়তো ওর দল থেকেও বলেছে রান আটকাতে। কিন্তু সব টিমই চায় বোলাররা উইকেট তুলুক। এভাবে চললে অশ্বিন ভবিষ্যতে কোনও দলই পাবে না।”

Most Popular

error: Content is protected !!