Thursday, May 16, 2024
spot_img
Homeরাজ্যডিএ মামলা শুনতে নতুন বেঞ্চ গঠনের নির্দেশ

ডিএ মামলা শুনতে নতুন বেঞ্চ গঠনের নির্দেশ

স্টাফ রিপোর্টার : বকেয়া ডিএ সংক্রান্ত আদালত অবমাননার মামলায় নতুন বেঞ্চ তৈরি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাই কোর্টের নির্দেশ মত রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়া হয়নি। এর জেরে আদালত অবমাননার মামলা করা হয়। তিনটি রাজ্য কর্মচারী সংগঠন এই মামলা করা হয়।

ডিএ মামলা শুনতে নতুন বেঞ্চ গঠনের নির্দেশ

রাজ্য সরকারের বিরুদ্ধে যে আদালত অবমাননার মামলায় দায়ের হয়েছে, সেই মামলার কপি ইতিমধ্যেই দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং অর্থসচিব মনোজ পন্তকে। এই আবহে সোমবার হাই কোর্টের তরফে নির্দেশ দিয়ে জানিয়ে দেওয়াহল নয়া বেঞ্চ গঠন করে ডিএ মামলার অবমাননার শুনানি হবে। যে বেঞ্চের তরফে মূল মামলার রায় দেওয়া হয়েছিল, সেই বেঞ্চকেই আদালত অবমাননার মামলা শুনতে হবে।

ডিএ মামলা শুনতে নতুন বেঞ্চ গঠনের নির্দেশ

সে কারণেই নতুন বেঞ্চ তৈরি করার কথা বললেন বিচারপতি হরিশ ট্যান্ডন। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত বকেয়া ডিএ সংক্রান্ত মামলার রায় দিয়েছিলেন। বর্তমানে অন্য সেই বেঞ্চ না থাকায় মামলা পরে শোনা হবে বলে জানানো হয়েছে।

Most Popular

error: Content is protected !!