Friday, May 17, 2024
spot_img
Homeখেলানতুন স্টাইলে টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের

নতুন স্টাইলে টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের

জুনে শুরু হবে এ বারের টি-২০ বিশ্বকাপ। মোট ২০টি টিম আইসিসির এই মেগা টুর্নামেন্টে অংশ নেবে। এই দলগুলোকে ১ মে-র মধ্যে স্কোয়াড ঘোষণা করতে হবে। এবার বিশ্বকাপের জন্য টিম ঘোষণা করল নিউজিল্যান্ড।আইসিসির দেওয়া ডেডলাইনের ৩ দিন আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে দিল নিউজিল্যান্ড।

নতুন স্টাইলে টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের

সোমবার সকালে সোশাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে নিজেদের স্কোয়াড ঘোষণা করে ব্ল্যাক ক্যাপস। বেশ অন্যরকম স্টাইলে বিশ্বকাপের টিম ঘোষণা করেছে কিউয়িরা। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কোনও সদস্য বা কোনও কিউয়ি ক্রিকেটার বিশ্বকাপের টিম ঘোষণা করেননি। বরং দু’টি বাচ্চা প্রেস কনফারেন্সে এসে বিশ্বকাপের জন্য কিউয়িদের স্কোয়াড ঘোষণা করেছে।

নতুন স্টাইলে টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের

নিউজিল্যান্ডের টি-২০ বিশ্বকাপ ২০২৪ স্কোয়াড – কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ঈশ সোধি, টিম সাউদি। (রিজার্ভ – বেন সিয়ার্স।)সেই সঙ্গে কিউয়িদের নতুন জার্সির ছবিও সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়।

নতুন স্টাইলে টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের

এতদিন কালো রঙের চেনা জার্সিতেই খেলত ব্ল্যাক ক্যাপসরা। কিন্তু সেখানেও চমক। আগামী বিশ্বকাপে তাঁদের খেলতে দেখা যাবে নীলচে রঙের নতুন জার্সিতে। সেই জার্সি পরা রাচীন রবীন্দ্র, টিম সাউদিদের ছবিও সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।

Most Popular

error: Content is protected !!