Wednesday, May 8, 2024
spot_img
HomeUncategorizedস্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন বারুইপুরে

স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন বারুইপুরে

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: স্বামী বিবেকানন্দের মূর্তির উন্মোচন হল বারুইপুরে। বৃহস্পতিবার বারুইপুর থানার অন্তর্গত বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় বারুইপুর হাসপাতালের পিছনে বিবেকানন্দর স্পোর্টিং ক্লাবের সামনে শিবমন্দিরের পাশে স্বামী বিবেকানন্দর মূর্তির উন্মোচন হয়।

স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন বারুইপুরে

উন্মোচন করেন রামকৃষ্ণ মিশনের প্রণবানন্দ মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুরের পৌরপ্রধান শক্তি রায়চৌধুরী, তিন নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন মণ্ডল, ১৫ নম্বর ওয়ার্ডের পৌরমাতা অর্চনা মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সভাপতি জানান, এটি পুরো ফাইবারের মূর্তি।

স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন বারুইপুরে

ঘোড়ার গাড়ি করে স্বামী বিবেকানন্দ চলেছেন— এভাবেই তৈরি করা হয়েছে। তৈরি করতে ছয় মাস লেগেছিল। কৃষ্ণনগরের এক মৃৎশিল্পী এটি তৈরি করেছেন। দু’ লক্ষ টাকা খরচ পড়েছে।পাশাপাশি এদিন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের ৩৬ তম বর্ষের দুর্গাপুজোর উদ্বোধন হয়।

স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন বারুইপুরে

উদ্বোধন করেন রাষ্ট্রপতির পুরস্কার প্রাপ্ত পাপিয়া মণ্ডল।বারুইপুরের বিশালাক্ষী তলার সপ্তপল্লির ৪৮ বছরের দুর্গাপুজোর উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পুরসভার পৌরপ্রধান শক্তি রায়চৌধুরী,

স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন বারুইপুরে

উপপৌরপ্রধান গৌতম দাস, সপ্তপল্লি পুজো কমিটির সভাপতি আশিস দেব রায় সহ বারুইপুর পুরসভার একাধিক পৌরপিতা ও পৌরমাতা। এবারের পুজো মণ্ডপের ভাবনা ‘ধর্ম যার যার উৎসব সবার’।

Most Popular