Thursday, May 9, 2024
spot_img
Homeরাজ্য৬ জনের বিরুদ্ধে চার্জশিট পেশের অনুমতি দেয়নি রাজ্য, অভিযোগ সিবিআইয়ের

৬ জনের বিরুদ্ধে চার্জশিট পেশের অনুমতি দেয়নি রাজ্য, অভিযোগ সিবিআইয়ের

স্টাফ রিপোর্টার: নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল সিবিআই। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, দুর্নীতিদমন আইনের ১৯ নম্বর ধারা অনুসারে রাজ্য সরকারি কোনও কর্মীর বিরুদ্ধে চার্জশিট পেশ করতে গেলে রাজ্য সরকারের অনুমতি নিতে হয়।

৬ জনের বিরুদ্ধে চার্জশিট পেশের অনুমতি দেয়নি রাজ্য, অভিযোগ সিবিআইয়ের

সেই মতো ২ সপ্তাহ আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহা, এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকার, এসএসসি- প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অশোক সাহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও এসএসসি-র প্রাক্তন প্রোগ্রামিং অফিসার সমরজিৎ আচার্যের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমতি চেয়েছিল সিবিআই।

৬ জনের বিরুদ্ধে চার্জশিট পেশের অনুমতি দেয়নি রাজ্য, অভিযোগ সিবিআইয়ের

কিন্তু সেই অনুমতি এখনও পাওয়া যায়নি।রাজ্য সরকারের অনুমতি ছাড়াই এই ৬ জন ছাড়াও মোট ১৬ জনের নামে শুক্রবার গ্রুপ সি মামলায় প্রথম চার্জশিট জমা দেয় সিবিআই। এই প্রথম নিয়োগ দুর্নীতিতে চার্জশিট দিল সিবিআই। তবে রাজ্য সরকারের অনুমতি না থাকায় সেই চার্জশিট আদালত গ্রহণ করবে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে।

Most Popular