Wednesday, May 1, 2024
spot_img
Homeরাজ্যঅর্পিতাকে প্রার্থী করতে চেয়েছিলেন পার্থ, কাঁটা ছিল জ্যোতিপ্রিয়!

অর্পিতাকে প্রার্থী করতে চেয়েছিলেন পার্থ, কাঁটা ছিল জ্যোতিপ্রিয়!

স্টাফ রিপোর্টার: রেশন দুর্নীতিতে ইডির জালে প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই দুর্নীতির তদন্তে নেমে জ্যোতিপ্রিয়র সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়েরও যোগের প্রমাণ হাতে উঠে আসছে তদন্তকারীদের। ইডি-র দাবি, অর্পিতাকে রাজনীতিতেও আনতে চেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

অর্পিতাকে প্রার্থী করতে চেয়েছিলেন পার্থ, কাঁটা ছিল জ্যোতিপ্রিয়!

কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দেন জ্যোতিপ্রিয়ই।ইডি-র দাবি, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাজ্যের ১০০টির বেশি পুরসভায় পুরভোট হয়েছিল। সেই পুরভোটে কামারহাটি পুরসভার একটি ওয়ার্ড থেকে অর্পিতাকে প্রার্থী করতে চেয়ে দলের কাছে দরবার শুরু করেছিলেন পার্থ। যদিও ওই উদ্যোগ শুরু হয়েছিল পুরভোটের অনেক আগে থেকেই।

অর্পিতাকে প্রার্থী করতে চেয়েছিলেন পার্থ, কাঁটা ছিল জ্যোতিপ্রিয়!

নির্বাচনে লড়ার জন্য কামারহাটি পুরসভা এলাকার ভোটারও হয়েছিলেন অর্পিতা। প্রার্থীতালিকা ঘোষণার আগে পর্যন্ত বান্ধবীর টিকিটের জন্য চেষ্টা চালিয়েছিলেন পার্থ। কিন্তু শেষ পর্যন্ত সফল হননি। কারণ— জ্যোতিপ্রিয়।অর্পিতা যাতে কোনওভাবেই টিকিট না পান, সেই ব্যাপারে বিশেষ ভাবে উদ্যোগী হয়েছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয়। তদন্তে আপাতত সেগুলোও নজরে আসছে কেন্দ্রীয় এজেন্সির।

অর্পিতাকে প্রার্থী করতে চেয়েছিলেন পার্থ, কাঁটা ছিল জ্যোতিপ্রিয়!

বালুর ঘনিষ্ঠদের বক্তব্য, কামারহাটিতে স্থানীয় স্তরে কথা বলে জ্যোতিপ্রিয় জানতে পারেন, কামারহাটি এলাকার ভোটার হলেও অর্পিতা কখনওই সেখানে থাকেন না। স্থানীয় নেতৃত্ব বালুকে জানিয়ে দেন, পুরভোটের মতো স্থানীয় নির্বাচনে ‘বহিরাগত’ প্রার্থী চাপিয়ে দিলে ফল বিরূপ হতে পারে।

অর্পিতাকে প্রার্থী করতে চেয়েছিলেন পার্থ, কাঁটা ছিল জ্যোতিপ্রিয়!

এমনকি, দলের একাংশ অর্পিতার মনোনয়নের বিরোধিতা করে নির্দল প্রার্থীও দাঁড় করাতে পারে। দলের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের বিষয়টি আঁচ করে বালু বিষয়টি শীর্ষ নেতৃত্বকে জানান।কামারহাটি পুরসভার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দেখা যায়, মান্যতা পেয়েছে জ্যোতিপ্রিয়ের মতামত।

অর্পিতাকে প্রার্থী করতে চেয়েছিলেন পার্থ, কাঁটা ছিল জ্যোতিপ্রিয়!

টিকিট পাননি পার্থ-বান্ধবী অর্পিতা। ২২ নম্বর ওয়ার্ডে মনোননয়ন দেওয়া হয়েছে সন্দীপ ঘোষকে। তিনি জয়লাভও করেন। সেই সূত্রেই পার্থ-অর্পিতার গ্রেফতারের পর ঘনিষ্ঠমহলে জ্যোতিপ্রিয় বলেছিলেন, ‘‘দলকে বড় বিপর্যয়ের মুখ থেকে বাঁচিয়েছি আমি। মন্ত্রী পার্থের সঙ্গে যদি দলের কাউন্সিলরও ধরা পড়ত,

অর্পিতাকে প্রার্থী করতে চেয়েছিলেন পার্থ, কাঁটা ছিল জ্যোতিপ্রিয়!

তা হলে বিষয়টা আরও খারাপ হতে পারত।’’ ঘটনাচক্রে, সেই বালুই এখন ইডির হেফাজতে। নিয়োগ দুর্নীতিতে পার্থ-অর্পিতা যেমন এখন জেলবন্দি‌, তেমনই দশা বালুর।

Most Popular