Thursday, May 9, 2024
spot_img
Homeরাজনীতি'বাংলা একটাই, মমতা থাকতে রাজ্য ভাগ হবে না': অভিষেক

‘বাংলা একটাই, মমতা থাকতে রাজ্য ভাগ হবে না’: অভিষেক

স্টাফ রিপোর্টার: সোমবার সন্ধেয় শিলিগুড়ি গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জলপাইগুড়ির ধুপগুড়ি পুরসভার ফুটবল মাঠে কর্মিসভা করেন তিনি। সেখানেই বাংলা ভাগ প্রসঙ্গ ইস্যুতে বিজেপিকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

'বাংলা একটাই, মমতা থাকতে রাজ্য ভাগ হবে না': অভিষেক

অভিষেক বলেন, “অনেকে বলছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ। কীসের উত্তরবঙ্গ? এখানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বলে কিছু নেই, কোনওদিন ছিলও না।ক্ষমতা থাকলে উত্তরবঙ্গ আলাদা রাজ্য করে দেখান।যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ততদন রাজ্য ভাগ হবে না।

'বাংলা একটাই, মমতা থাকতে রাজ্য ভাগ হবে না': অভিষেক

বাংলা একটাই, সেটা পশ্চিমবঙ্গ। অনুরোধ করছি, কেউ উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ বলবেন না।” নাম বদল নিয়ে সমস্যার কারণে একাধিক প্রকল্পের টাকা আটকে দিয়েছে কেন্দ্র, এই অভিযোগ বারবার উঠেছে।

'বাংলা একটাই, মমতা থাকতে রাজ্য ভাগ হবে না': অভিষেক

তা নিয়ে এদিন অভিষেক বলেন, “যে প্রকল্পটা বাংলায় চলছে, তা কেন বাংলা আবাস যোজনা হবে না? মুখ্যমন্ত্রী কেন্দ্রের টাকার অপেক্ষা করেন না, মানুষের জন্য যা করার তিনি করবেন।”

Most Popular