Friday, May 10, 2024
spot_img
Homeজেলাঅন্ধ্রপ্রদেশ থেকে অপহৃতকে উদ্ধার করল সোনারপুর থানার পুলিশ, ধৃত অভিযুক্তরা

অন্ধ্রপ্রদেশ থেকে অপহৃতকে উদ্ধার করল সোনারপুর থানার পুলিশ, ধৃত অভিযুক্তরা

প্রদীপকুমার সিংহ, সোনারপুর: টাকা দেওয়ার নাম করে সোনারপুরের এক যুবককে অপহরণ করা হয়। ঘটনার তদন্তে নেমে টোপ দিয়ে বিশাখাপত্তনম থেকে অপহৃতকে উদ্ধার করল সোনারপুর থানার পুলিশ। কর্মসূত্রে সোনারপুরের বাসিন্দা ঊষারানি তথ্যপ্রযুক্তি সেক্টরে জব প্লেসমেন্টের কাজ করেন।

অন্ধ্রপ্রদেশ থেকে অপহৃতকে উদ্ধার করল সোনারপুর থানার পুলিশ, ধৃত অভিযুক্তরা

বেশ কয়েকজনকে চাকরি দিয়েছিলেন। তারই কমিশন বাবদ বেশ কিছু টাকা পেতেন তিনি। হাওড়াতে লোক পাঠালে বকেয়া ৭ লক্ষ টাকা দেওয়া হবে বলে জানানো হয় তাঁকে। সেইমতো গত ৯ জুন ঊষারানিদেবী তাঁর ভাই পুক্কালি আমিনকে পাঠান। একটি হোটেলে গেলে রুমের ভিতর ঢুকিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয় এবং জোর করে ঘুমের বড়ি খাইয়ে বেহুঁশ করে দেওয়া হয় বলে অভিযোগ।

অন্ধ্রপ্রদেশ থেকে অপহৃতকে উদ্ধার করল সোনারপুর থানার পুলিশ, ধৃত অভিযুক্তরা

তারপর একটি গাড়িতে করে নিয়ে চলে যাওয়া হয় অন্ধ্রপ্রদেশে। এই ঘটনায় গত ১২ জুন সোনারপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে সোনারপুর থানার পুলিশের একটি টিম অন্ধ্রপ্রদেশ যায়। ইতিমধ্যে পুক্কালি আমিনের বাড়িতে ফোন করে ৭০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। টাকা দ্রুত পাওয়ার জন্য পুক্কালিকে মারধরের ভিডিও পাঠানো হয় তাঁর পরিবারের লোকজনের কাছে।

অন্ধ্রপ্রদেশ থেকে অপহৃতকে উদ্ধার করল সোনারপুর থানার পুলিশ, ধৃত অভিযুক্তরা

অন্ধ্রপ্রদেশে পৌঁছে স্থানীয় এক অটোচালককে ফিট করে পুলিশ। সেই অপহরণকারীদের সঙ্গে পুলিশের কথামতো কথা বলতেন। মুক্তিপণের টাকা দেওয়ার জন্য একটি হোটেলে ডাকা হয় অপহরণকারীদের। সেখানেই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। উদ্ধার করা হয় অপহৃতকেও।

অন্ধ্রপ্রদেশ থেকে অপহৃতকে উদ্ধার করল সোনারপুর থানার পুলিশ, ধৃত অভিযুক্তরা

ধৃতদের ট্রানজিট রিমান্ডে শনিবার সোনারপুরে নিয়ে আসে পুলিশ। এই ঘটনায় আরও অনেকে যুক্ত। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযুক্তরা সোনারপুর থানার পুলিশ হেফাজতে আছে।

Most Popular