Sunday, April 28, 2024
spot_img
Homeরাজনীতিদুই উপনির্বাচনে জয়ী তৃণমূল

দুই উপনির্বাচনে জয়ী তৃণমূল

স্টাফ রিপোর্টার : বনগাঁ ও আসানসোলের দুটি ওয়ার্ডের উপ নির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল। আসানসোল পুরনিগনমের উপনির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা আসানসোলের মহানগরিক বিধান উপাধ্যায়। বুধবার গণনার প্রথম থেকেই এগিয়ে ছিলেন বিধান উপাধ্যায়।

দুই উপনির্বাচনে জয়ী তৃণমূল

সপ্তম ও চূড়ান্ত রাউন্ড গণনার শেষে দেখা যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়ের প্রাপ্ত মোট ভোট ৬,৬৮৩। দ্বিতীয় স্থানে থাকা সিপিআইএম প্রার্থী শুভাশিস মন্ডলের প্রাপ্ত ভোট ১,২০৬। বিজেপি প্রার্থী শ্রীদীপ চক্রবর্তীর প্রাপ্ত ভোট ৪৮৫। আর কংগ্রেসের প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ৮৩।

দুই উপনির্বাচনে জয়ী তৃণমূল

অর্থাৎ, ৫৪৭৭ ভোটে জয়লাভ করেন বিধান উপাধ্যায়। জয়ের পর তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায় শংসাপত্র গ্রহণ করেন মহকুমাশাসক তথা রিটার্নিং অফিসার অভিজ্ঞান পাঁজার কাছ থেকে।অন্যদিকে, বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী হন তৃণমূল প্রার্থী পাপাই রাহা।

দুই উপনির্বাচনে জয়ী তৃণমূল

পাপাই রাহার প্রাপ্ত ভোট ২,৮৪২। দ্বিতীয় স্থানে থাকা বিজেপির অরূপ কুমার পালের প্রাপ্ত ভোট ৭২৪। আর সিপিআইএম-এর ধৃতিমান পালের প্রাপ্ত ভোট ৩৩২। আর কংগ্রেসের প্রভাস পাল পেয়েছেন ৫২ ভোট।

Most Popular