Sunday, April 28, 2024
spot_img
HomeUncategorizedজিম্বাবোয়ে সফরে রাহুলদের হেড কোচ লক্ষণ, অনিশ্চিত ওয়াশিংটন

জিম্বাবোয়ে সফরে রাহুলদের হেড কোচ লক্ষণ, অনিশ্চিত ওয়াশিংটন

সংবাদ সংস্থা : জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। কেএল রাহুলদের হেডস্যার হিসাবে রাহুল দ্রাবিড় নয়, উড়ে যাবেন ভিভিএস লক্ষ্মণ।সাম্প্রতিক অতীতে দ্রাবিড়ের জমনায় স্ট্যান্ড-ইন কোচের ভূমিকায় পাওয়া গিয়েছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানকে। ফের একবার হটসিটে দেখা যাবে লক্ষণকে।

জিম্বাবোয়ে সফরে রাহুলদের হেড কোচ লক্ষণ, অনিশ্চিত ওয়াশিংটন

রাহুল হবেন চতুর্থ অধিনায়ক, যাঁর সঙ্গে লক্ষ্মণ কোচ হিসাবে কাজ করবেন ভারতীয় দলের সঙ্গে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজে হার্দিক পাণ্ডিয়া ছিলেন ক্যাপ্টেন। অল্প সময়ের কোচের ভূমিকায় ছিলেন লক্ষ্মণ। অন্যদিকে দীনেশ কার্তিকের নেতৃত্বে জোড়া ওয়ার্ম-আপ ম্যাচ খেলেছিল ভারত।

জিম্বাবোয়ে সফরে রাহুলদের হেড কোচ লক্ষণ, অনিশ্চিত ওয়াশিংটন

কোচ ছিলেন সেই লক্ষ্মণই। এরপর রোহিত শর্মার টিম ইন্ডিয়ার কোচও হয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। রোহিতরা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলেছিলেন লক্ষ্মণের কোচিংয়েই।ওয়াশিংটন ওরসেস্টারশায়ারের বিরুদ্ধে খেলতে গিয়ে কাঁধে চোট পান।

জিম্বাবোয়ে সফরে রাহুলদের হেড কোচ লক্ষণ, অনিশ্চিত ওয়াশিংটন

ফিল্ডিং করার সময়ে ওয়াশিংটন যখন ল্যান্ড করেন, তখনই চোট পান। মনে করা হচ্ছে এখন জিম্বাবোয়ে সফরে ওয়াশিংটন নাও খেলতে পারেন। ল্যাঙ্কাশায়ারের যদিও চোটের আপডেট দিয়েছে, কিন্তু চোট কতটা গুরুতর সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

Most Popular