Saturday, May 4, 2024
spot_img
Homeরাজ্যকয়লা-কাণ্ডে গ্রেফতার আরও এক ইসিএল কর্তা, হদিশ মোটা অঙ্কের লেনদেনের

কয়লা-কাণ্ডে গ্রেফতার আরও এক ইসিএল কর্তা, হদিশ মোটা অঙ্কের লেনদেনের

স্টাফ রিপোর্টার: কয়লা-কাণ্ডে আরও এক চাঞ্চল্যকর মোড়। ইসিএলের আরও এক কর্তাকে গ্রেফতার করল সিবিআই। ধৃত ওই কর্মীর নাম সুভাষ মুখোপাধ্যায় বলে জানা গিয়েছে। তিনি ইসিএলের জেনারেল ম্যানেজার পদে কর্মরত ছিলেন। শুক্রবার সকাল থেকে দফায় দফায় জেরা করা হয় তাঁকে। বেশ কিছু প্রশ্নের উত্তর ওই কর্তা দিতে পারেননি বলেই খবর।

কয়লা-কাণ্ডে গ্রেফতার আরও এক ইসিএল কর্তা, হদিশ মোটা অঙ্কের লেনদেনের

এমনকি জেরাতে একাধিক অসঙ্গতি পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। আর এরপরেই গ্রেফতার বলে জানা খবর।অন্যদিকে ধৃতদের সঙ্গে কয়লা কেলেঙ্কারি সরাসরি যোগ রয়েছে বলে ইতিমধ্যে সিবিআই তদন্তে উঠে এসেছে। এমনকি মোটা অঙ্কের টাকার বিনিময়ে কয়লা পাচারে ধৃতরা সাহায্য করতেন বলেও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে।

কয়লা-কাণ্ডে গ্রেফতার আরও এক ইসিএল কর্তা, হদিশ মোটা অঙ্কের লেনদেনের

কয়লা-কাণ্ডে মূল অভিযুক্ত লালা’র সঙ্গেও এদের যোগাযোগ রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।একাধিক সুযোগ সুবিধাও ধৃত ইসিএল আধিকারিকরা নিতেন বলে সিবিআই আদালতে জানিয়েছেন।ধৃত সুভাষ মুখোপাধ্যায়ও বৃহত্তর কেলেঙ্কারির বাইরে নয় বলেই সিবিআই সূত্রে জানা গিয়েছে।

কয়লা-কাণ্ডে গ্রেফতার আরও এক ইসিএল কর্তা, হদিশ মোটা অঙ্কের লেনদেনের

তাঁর বিরুদ্ধেও কয়লা মাফিয়াদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও আরও বেশ কিছু তথ্য সিবিআইয়ের হাতে এসেছে বলেই খবর।

Most Popular